পিতলের তৈজস চকচকে রাখার পন্থা

সাবান, লবণ ও ভিনিগার দিয়ে সহজেই পিতলের কালচেভাব দূর করা যায়।

লাইফস্টাইল ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 March 2023, 11:46 AM
Updated : 9 March 2023, 11:46 AM

অন্দরসজ্জা কাঁসা-পিতলের তৈজসপত্র ব্যাতিক্রমী প্রভাব ফেলে।

শুধু সাজানোর জিনিস হিসেবেই নয়, পিতল দিয়ে হয় দরজার হাতল, তালা, সংগীতের যন্ত্রসহ নানান কিছু।

অক্সিজেন ও তেলের সংস্পর্শে কালচে হয়ে যায় প্রলেপহীন পিতল। যদিও অনেকে ‘ভিন্টেজ লুক’য়ের জন্য কালচে পিতল পছন্দ করেন। তবুও এর যত্ন সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন।

এই বিষয়ে রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ক্যালিফোর্নিয়া নিবাসী গৃহ ও অন্দরসজ্জা-বিষয়ে বিশেষজ্ঞ ম্যারি মার্লো লেভেরেট বলেন, “পিতলের জিনিস পরিষ্কার করার আগে দেখে নিতে হবে তা সম্পূর্ণ পিতলের তৈরি নাকি পিতলের প্রলেপ দেওয়া। এর ওপরে কোনো সুরক্ষক প্রলেপ যেমন- ল্যাকুয়র বা পলিইউরেথিন সিলার দেওয়া আছে কিনা।”

ভরাট পিতল যাচাই করতে এর ওপর চম্বুক রেখে পরীক্ষা করতে হবে। চুম্বক ভরাট পিতলের গায়ে আটকাতে পারে না। অন্যদিকে পিতলের প্রলেপ দেওয়া বস্তু সাধারণত দামে কম হয় এবং চুম্বক আকর্ষণ করে। এমন বস্তু পরিষ্কার করতে ভরাট পিতলের চেয়ে বেশি যত্নশীল হতে হয়।

প্রলেপ দেওয়া পিতলের জিনিস হালকা করে ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে যেন প্রলেপ নষ্ট না হয়। প্রলেপের ক্ষতি হলে অক্সিজেন ধাতুর গায়ে কালচে ভাব সৃষ্টি করে।

কত দিন পর পর পিতল পরিষ্কার করতে হবে?

পিতলের যেসব জিনিস নিয়মিত ব্যবহার করা হয় সেগুলো দ্রুত কালচে হয়। দরজা, ক্যাবিনেট, সিংক ও অন্যান্য হার্ডওয়ারের উজ্জ্বলতা ধরে রাখতে, মাসে একবার পরিষ্কার ও পলিশ করা প্রয়োজন।

পিতলের তৈরি ঘর সাজানোর জিনিস বছরে একবার অথবা কালচেভাব দেখা দেওয়া মাত্র পরিষ্কার করতে হবে।

প্রলেপ দেওয়া সামগ্রী কেবল ধুলা ঝেড়ে ও হালকা ভেজা কাপড় দিয়ে মুছে নিলেই হয়।

পিতলের জিনিস পরিষ্কার করতে যা প্রয়োজন

লেবু ও লবণ দিয়ে পরিষ্কার

প্রয়োজনীয় উপাদান: তরল ডিশ সোপ, লেবু, স্পঞ্জ, মিহি কাপড়।

পরিষ্কার করার পন্থা: পিতল একটি মিশ্র ধাতু যাতে তামা থাকে। লেবুতে থাকা সিট্রিক অ্যাসিড পিতলের উপরিভাগের কালচে আবরণ ভেঙে দেয় এবং লবণ একটি হালকা ক্ষয়কারী উপাদান হিসেবে কাজ করে।

তাজা লেবু বা বোতলজাত লেবুর রস দিয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করা যেতে পারে।

ধাপ ১: সাবান গোলা কুসুম গরম পানিতে পিতলের জিনিসটি ডুবিয়ে রাখতে হবে। আর ডুবানো সম্ভব না হলে পাতলা কাপড়ের সাহায্যে এর গায়ের আলগা ময়লা মুছে নিতে হবে।

ধাপ ২: লেবু টুকরা করে কেটে তাতে লবন মেখে পিতলের সামগ্রির গায়ে ঘষে নিতে হবে। প্রয়োজনে একাধিকবার লবণ ব্যবহার করা যেতে পারে।

ধাপ ৩: এক কাপ লবণে এক চতুর্থাংশ লেবুর রস নিয়ে মিশ্রণ তৈরি করতে হবে। মিশ্রণটি পিতলের গায়ে স্পঞ্জ বা পাতলা কাপড় দিয়ে মেখে নিতে হবে। আধা ঘণ্টা অপেক্ষা করে ভেজা কাপড় দিয়ে ঘষে তুলে নিতে হবে।

ধাপ ৪: ধুয়ে ফেলা

সম্পূর্ণ কালচেভাব দূর করে গেলে তা ভালো মত পরিষ্কার করে মিহি কাপড় দিয়ে মুছে নিতে হবে।

বেইকিং সোডা ও ভিনিগার দিয়ে পরিষ্কার করা

উপকরণ: তরল ডিশ সোপ, সাদা ভিনিগার, বেইকিং সোডা, মিহি কাপড়, টুথব্রাশ

ধাপ ১: সাবান গোলা কুসুম গরম পানিতে পিতলের জিনিসটি ডুবিয়ে রাখতে হবে। আর ডুবানো সম্ভব না হলে পাতলা কাপড়ের সাহায্যে এর গায়ের আলগা ময়লা মুছে নিতে হবে।

ধাপ ২: এক কাপ বেইকিং সোডা ও এক কাপের চার ভাগের এক ভাগ ডিস্টিল্ড সাদা ভিনিগার একটা পাত্রে নিয়ে মিশ্রণ তৈরি করতে হবে।

ধাপ ৩: মিশ্রণটি পিতলের আসবাবে ভালো মতো মাখতে হবে।

মিশ্রণটি থেকে বুদবুদ ওঠা বন্ধ হলে তা দিয়ে পিতলের সামগ্রিটা আবার ভালো মতো মেখে তিরিশ মিনিট অপেক্ষা করতে হবে। তবে কোনোভাবেই যেন এক ঘন্টা পার না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।

ধাপ ৪: একটা পাতলা কাপড় ভিজিয়ে তা দিয়ে ভালো মতো ঘষে কালচে দাগ তুলে নিতে হবে। এতে যদি খাঁজ কাটা নকশা থাকে তবে তা পরিষ্কার করতে ব্রাশ ব্যবহার করা যেতে পারে।

ধাপ ৫: মুছে নেওয়া

কুসুম গরম পানি দিয়ে পিতলের জিনিস ভালো পরিষ্কার করে মিহি কাপড় দিয়ে মুছে নিতে হবে। 

ঘরে লেবু বা ভিনিগার না থাকলে, বেইকিং সোডার সাথে কেচাপ মিশিয়ে পেস্ট তৈরি করে পিতলের জিনিস মুছে নেওয়া যায়।

দীর্ঘদিন পিতল পরিষ্কার ও চকচকে রাখার উপায়

প্রয়োজন ছাড়া পিতলের জিনিসে হাত দেওয়া উচিত না। হাতে থাকা তেল এতে কালশিটেভাব তৈরি করে।

পিতলের শোপিস মাঝে মধ্যে কাপড় দিয়ে মুছে নিতে হবে এতে ময়লা কম জমবে। দাগ পড়া এড়াতে ধোয়ার পরে পিতলের জিনিসগুলো ভালো মতো মুছে নিতে হবে।

কড়া ডিশওয়াশার, ডিটার্জেন্ট বা অ্যামোনিয়া সমৃদ্ধ পণ্য এতে ব্যবহার না করা ভালো।

পলিশ করার পরে সুরক্ষিত রাখতে পিতলের জিনিসগুলোতে পলিইউরেথিন প্রলেপ দিয়ে রাখা যেতে পারে, এতে চকচকেভাব বজায় থাকে।

আরও পড়ুন

Also Read: দেহ পরিষ্কার করতে লুফা মোটেই নিরাপদ না

Also Read: রুপাকে চকচকে রাখতে