আড়াইশো’র বেশি বিভিন্ন নকশার জুতার সমারোহ ঘটিয়েছে এই প্রতিষ্ঠান।
Published : 28 Feb 2024, 01:03 PM
ঈদ উপলক্ষ্যে এপেক্স’য়ের সংগ্রহশালায় ঠাঁই পেয়েছে নানান ধরনের জুতা।
আর এসব পাদুকা নিয়ে ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ‘এপেক্স বাংলাদেশ ফ্যাশন লিগ্যাসি ফ্যাশন শো’।
প্রতিষ্ঠানের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ফ্যাশন শোতে ‘হাউজ অফ এপেক্স’য়ের বিভিন্ন সাব-ব্র্যান্ড মুচি, নিনো রসি, ভেঞ্চুরিনি, ম্যাভেরিক-সহ ঈদের জন্য তৈরি করা ২৫শ’র বেশি ডিজাইনের সংগ্রহ থেকে জুতা প্রদর্শন করে।
একই সাথে উন্মোচিত হয় নারীদের পছন্দের সমসাময়িক পোশাক লাইন, ‘জাটারিয়া’র ঈদ কালেকশন।
ফ্যাশন শো’তে প্রতিটি ব্র্যান্ডের পোশাকের সঙ্গেই মডেলরা এপেক্সের জুতা পরে র্যাম্প প্রদক্ষিণ করেন।
এছাড়া আসিফ তাজউদ্দীন মার্চেন্ট এবং মুকেশ কুমার দুবে’র মতো স্বনামধন্য ভারতীয় পোশাক নকশাকরও এই আয়োজনে অংশ নেন। তাদের প্রদর্শিত বিশেষ পোশাকের সাথেও ছিল এপেক্স’য়ের ঈদ কালেকশন!
প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটি নিয়ে এসেছে ফরমাল, ক্যাজুয়াল, হিল, ব্যাগ, বেল্ট-সহ নানান উপকরণ।