আজ শোনাব যানজট কাহিনি লিখছি ডায়েরির পাতায়...
Published : 24 Aug 2022, 08:55 AM
আজ শোনাব যানজট কাহিনি লিখছি ডায়েরির পাতায়
নারায়ণগঞ্জ টু ঢাকার মাঝপথ ভীষণ গাড়ি-ঘোড়া যেথায়,
পথের মাঝে খুঁজে পাই ছোট্ট সুন্দর গ্রাম
আমার জানতে ইচ্ছে করে কী তার নাম!
মেইন রোডের পাশে সারি সারি দোকান
গাড়ির এমন হর্ন যেন ঝালাপালা কান,
দোকানের সারির পাশে পাতাল গ্রামের রাস্তা
মন চায় সেখানে গিয়ে খাই পেটপুরে নাস্তা।
ওই গ্রামে কত সুন্দর পরিবারগুলোর বাস
মুগ্ধ হয়ে দেখি আমি আর ফেলি দীর্ঘশ্বাস,
ছোট ছোট বাড়িগুলোয় মিটিমিটি আলো
মনে হয় স্বপ্নপুরী সবাই এখানে ভালো,
চৌরাস্তায় শুরু হয়ে পথ চলে গেছে নিচে
কোথায় চলে গেছে সে জানা হয়নি যে!
ছোট্টবেলায় চলে যেতাম চোখ যায় যতদূর
দেখে আসতাম মানবজীবন যেখানে ভিন্ন ভিন্ন সুর,
ভাবতে ভাবতে কমে গেলো জ্যাম, ছেড়ে দিলো গাড়ি
চলে যাবো ছেড়ে ছোট্ট গ্রামে ফিরে যাবো বাড়ি,
এত কৌতূহলী কেন আমার উচাটন মন
ঘুরে বেড়াতে চায় শুধু ফিরে পেতে চায় সেই ক্ষণ।
সাবিকুন নাহার অন্তু: শিক্ষার্থী, গণিত বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
কিডজ ম্যাগাজিনে বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা [email protected] সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!