প্রতি বছর বিশ্বে প্রায় ৪০ কোটি টন প্লাস্টিক তৈরি হয়।
Published : 13 Apr 2025, 08:28 PM
প্রতিদিনের ব্যবহার্য প্লাস্টিক আমাদের স্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এটি পরিবেশের ক্ষতি করতে করতে আমাদের ভবিষ্যতকে এক অন্ধকার জগতের দিকে ঠেলে দিচ্ছে।
দ্য টিন ম্যাগাজিন নামের একটি ব্লগসাইট থেকে জানা যায়, বিজ্ঞানীরা মানুষের রক্ত, গর্ভফুল এমনকি মাতৃদুগ্ধেও মাইক্রোপ্লাস্টিক খুঁজে পেয়েছেন।
‘দ্য প্লাস্টিক প্রবলেম ইজ নট গোয়িং এওয়ে: হোয়াই রিসাইক্লিং ইজ নট এনাফ’ শিরোনামে লেখা ব্লগটিতে বলা হয়েছে, বিশ্বজুড়ে যে পরিমাণ প্লাস্টিক ব্যবহার করা হয় তার মাত্র নয় শতাংশ পুনঃব্যবহার করা হয়। বাকি ৯১ শতাংশ থেকে যায় পরিবেশে।
এছাড়া পুনঃব্যবহার লাভজনক কোনো ব্যবসা না হওয়ায় উন্নত দেশগুলো তাদের প্লাস্টিক বর্জ্য অন্য দেশে পাঠিয়ে দেয়। যেখানে সেগুলো পুড়িয়ে ফেলা হয় বা সাগরে ফেলে দেওয়া হয়।
প্রতি বছর বিশ্বে প্রায় ৪০ কোটি টন প্লাস্টিক তৈরি হয়। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে। সেন্টার ফর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল (সিআইইএল) নামের একটি অলাভজনক পরিবেশ আইন সংস্থা বলছে, ২০৫০ সালের মধ্যে প্লাস্টিক শিল্প ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।
সবচেয়ে ভয়ানক বিষয়টি হল—এই বিপুল পরিমাণ প্লাস্টিকের বেশিরভাগই একবার ব্যবহার করা হয়, তারপর ফেলে দেওয়া হয়।
বাংলাদেশ ২০০২ সালে একটি ইতিবাচক পদক্ষেপ নেয়। তখনকার সরকার আইন করে বিষাক্ত পলিথিন উৎপাদন, বিপণন ও ব্যবহার নিষিদ্ধ করে। পরিবেশ ও মানুষের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এর সুফল আজও অধরা রয়ে গেছে।
প্রতিবেদকের বয়স: ১৭। জেলা: ঢাকা।