Published : 11 May 2024, 06:55 PM
কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জায়গায় শিলাবৃষ্টি হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আমার জেলা মৌলভীবাজার ও সিলেট অঞ্চলেও মাঝে মাঝে শিলাবৃষ্টি হতে দেখা যায়। বৃষ্টির ফোঁটার সঙ্গে আকাশ থেকে ছোট ছোট বরফখণ্ডও মাটিতে পড়ে। বৃষ্টির সঙ্গে বরফখণ্ড পড়ার কারণে এই বৃষ্টিকে শিলাবৃষ্টি বলে।
প্রকৃতিতে শিলাবৃষ্টি হওয়ার কারণ নিয়ে আমার মধ্যে বেশ কৌতূহল তৈরি হয়। তারপর আমি ইন্টারনেটে অনেক ঘাঁটাঘাঁটি করে কয়েকটি বিষয় জানতে পারি। আমার জানা সে বিষয়গুলোই এখানে উল্লেখ করছি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিভিয়ার স্টমর্স ল্যাবরেটরির ওয়েবসাইটে শিলাবৃষ্টি সম্পর্কে একটি গবেষণা প্রবন্ধ পাওয়া যায়। সেখানে বলা আছে, শিলাবৃষ্টি হলো বরফখণ্ডের সমন্বয়ে তৈরি হওয়া এক ধরনের বৃষ্টিপাত। এটি বায়ুর উর্ধ্বমুখী চাপের কারণে তৈরি হয়।
তাহলে বরফখণ্ড বা শিলা কীভাবে তৈরি হয়? এই সম্পর্কে বিস্তারিত বলা আছে এই ওয়েবসাইটে। শিলাবৃষ্টি সৃষ্টি হওয়ার প্রধান কারণ হলো ভূ-পৃষ্ঠের তীব্র তাপমাত্রা। তীব্র তাপের কারণে ভূ-পৃষ্ঠের জলীয়বাষ্প ঊর্ধ্ব আকাশের দিকে উঠতে থাকে। এই জলীয় বাষ্প অনেক উঁচুতে গিয়ে ঠান্ডা আবহাওয়ায় ছোট ছোট বরফে পরিণত হয়। আশেপাশের বৃষ্টির ফোঁটা ও অন্য বরফ টুকরো মিলে বরফখণ্ডগুলো বড় ও ভারী হতে থাকে। এভাবে এক সময় যখন বরফ বা শিলাখণ্ডের ওজন বেড়ে যায় তখন এটি বৃষ্টির সঙ্গে নিচের দিকে পড়তে শুরু করে। এভাবে ভূ-পৃষ্ঠে বৃষ্টির সঙ্গে শিলা বা বরফখণ্ড নেমে আসে।
শিলাবৃষ্টি অনেকের কাছে উপভোগ্য হলেও, এটি অনেকের ক্ষতিসাধন করে। ফসলের ক্ষেত ও মানুষের ঘরবাড়ি শিলাবৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়।
প্রতিবেদকের বয়স: ১৬। জেলা: মৌলভীবাজার।