ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি আরও ১৭৯৪ জন

এ বছর সব মিলিয়ে মারা গেছেন ১৪১৭ জন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2023, 01:11 PM
Updated : 6 Nov 2023, 01:11 PM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৭৯৪ জন; এইডিস মশাবাহিত এই রোগে মৃত্যু হয়েছে আরও ৯ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ৪১৭ জন ঢাকা মহানগরে এবং ১৩৭৭ জন ভর্তি হয়েছে অন্যান্য হাসপাতালে।

নতুন রোগীদের নিয়ে এ বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২ লাখ ৮১ হাজার ৬৯৮ জন। তাদের মধ্যে ১ লাখ ১ হাজার ৫৬৭ জন ঢাকার এবং ১ লাখ ৮০ হাজার ১৩১ জন ঢাকার বাইরের বিভিন্ন জেলার।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় ৬ জন এবং ঢাকার বাইরে ৩ জন করে।

এ বছর সব মিলিয়ে যে ১৪১৭ জন মারা গেছেন, তাদের ৮৪১ জন ঢাকায়, ৫৭৬ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছেন।

সোমবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ৬৬২ জনের চিকিৎসা চলছিল। তাদের মধ্যে ১৮০৭ জন ঢাকায় এবং ৪ হাজার ৮৫৫ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার  ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে  ভর্তি হয়।  ৬ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৫২৩ জন রোগী।

মাসওয়ারি মৃত্যু হয়েছে জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের প্রথম ৫ দিনে মৃত্যু হয়েছে ৬৯ জনের।