বর্তমানে বরিশালের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ৯৬৮ রোগী চিকিৎসাধীন।
Published : 11 Feb 2024, 04:10 PM
এইডিস মশাবাহিত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের তিন জেলায় তিন নারীর মৃ*ত্যু হয়েছে। এ নিয়ে এ বিভাগে এ রোগে মারা গেলেন ৪৮ জন।
সোমবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আসমা (৩০), পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালীর আলেয়া বেগম (৫০) এবং বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হেলেনা বেগম (৫০) মারা যান।
এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩৫৭ রোগী বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে বরিশালের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে ৯৬৮ রোগী চিকিৎসাধীন। চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালগুলোতে ১৪ হাজার ৯৫৮ রোগী ভর্তি হয়েছিলেন।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)