বাণিজ্য বিশেষজ্ঞদের দাবি, বড় বাজেটের দুটো সিনেমা একই সময় মুক্তি পেলে দুটোরই আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে; ৩০ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে সিনেমা দুটির।
Published : 13 Oct 2023, 05:45 PM
আসছে ডিসেম্বরের একই দিনে শাহরুখ খানের ‘ডাঙ্কি’ ও প্রভাসের ‘সালার’ সিনেমার মুক্তির কথা ছিল। যদিও এখন আর তা ঘটছে না। গুঞ্জন রয়েছে, ডিসেম্বরে নয়, ডাঙ্কি মুক্তি পাবে আগামী বছরের জানুয়ারিতে। তবে কি ‘সালার’ এর জন্যই মুক্তি পেছালেন শাহরুখ?
হিন্দুস্তান টাইমস বলেছে, শুধু ‘সালার’-এর জন্যই নয়, ‘ডাঙ্কি’র বেশ কিছু পোস্ট প্রোডাকশন কাজ বাকি থাকায় মুক্তি পিছিয়ে যেতে পারে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে আগের তারিখেই মুক্তি পাবে ‘ডাঙ্কি’।
যদিও এ নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা করেননি শাহরুখ কিংবা পরিচালক রাজকুমার হিরানি।
Reports suggest, #Dunki might get postponed from December 22nd due to dealyed post-production timelines. Awaiting on official confirmation. pic.twitter.com/aHmAIclOOe
— LetsCinema (@letscinema) October 12, 2023
এদিকে বাণিজ্য বিশেষজ্ঞদের দাবি, বড় বাজেটের দুটো সিনেমা একই সময় মুক্তি পেলে দুটোরই আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে; ৩০ শতাংশ পর্যন্ত ক্ষতি হতে পারে সিনেমা দুটির।
সেক্ষেত্রে ‘ডাঙ্কি’ যদি পিছিয়ে যায় তবে তা প্রভাসের জন্য খুশির খবর বলে মনে করছেন নেটিজেনরা। কারণ অনেকেই আশঙ্কা করেছিলেন, এই মুহূর্তে শাহরুখ সিনেমার সঙ্গে বক্স অফিসে টক্কর মানে অন্য সিনেমার অকালমৃত্যু।
যেহেতু লম্বা সময় পর বক্স অফিসে রাজকীয় প্রত্যাবর্তন ঘটেছে বাদশার। তার সিনেমা মানেই ১০০০ কোটি রুপির ব্যবসা।
অন্যদিকে অভিনয় জীবনে বেশ বিপর্যস্ত অবস্থায় রয়েছেন প্রভাস। গত কয়েক বছরে প্রভাসের ‘সাহো’, ‘রাধে শ্যাম’ এর মতো সিনেমা ফ্লপ হওয়ার পরে চলতি বছরে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে ‘আদিপুরুষ’ও। তাই এই মুহূর্তে প্রভাসের ঘুরে দাঁড়ানোর এক মাত্র ভরসেই হল ‘সালার’।
সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে, শাহরুখ-গৌরির প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে অনেক লোক নিয়োগ করা হচ্ছে। তাই ‘ডাঙ্কি’ সঠিক সময়েই মুক্তি পাবে বলে শাহরুখ ভক্তরা মনে করছেন।
আরও পড়ুন:
শাহরুখ খানের নায়িকা হয়ে উচ্ছ্বসিত তাপসি পান্নু
হিরানির চোখে শুটিং সেটে শাহরুখ যেমন