“এই চরিত্র রূপায়নে ৩০ কেজি ওজন কমিয়েছি। কিন্তু সারাজীবনের জন্য বেশকিছু অভিজ্ঞতাও এসেছে ঝুলিতে।”
Published : 05 Oct 2023, 07:04 PM
ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধী হয়ে পর্দায় এসেছিলেন বলিউড অভিনেতা বোমান ইরানি। আর 'বাপুজি' হতে এই অভিনেতাকে ঝরাতে হয়েছিল ৩০ কেজি ওজন।
গান্ধী জয়ন্তী উপলক্ষে, ইরানি ইনস্টাগ্রামে এই সিনেমার তার কিছু ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন নির্মাতা ফিরোজ খানের 'মহাত্মা ভার্সেস গান্ধী' সিনেমায় অভিনয় করার 'সৌভাগ্য' তার হয়েছিল।
ইরানি পোস্টে বলেন, "‘গান্ধী জয়ন্তী ২ অক্টোবর হলেও আমাদের প্রতিদিন তাকে এবং তার নীতিগুলি নিয়ে চিন্তা করা উচিত।
এই চরিত্রটি রূপায়নে ৩০ কেজি ওজন কমিয়েছি। কিন্তু, সারাজীবনের জন্য বেশকিছু অভিজ্ঞতাও এসেছে ঝুলিতে।”
তার শেয়ার করা সাদা-কালো ছবিগুলিতে অভিনেতাকে বেশ অচেনা লাগছিল। নেটিজেনদের অনেকেই অভিনেতার প্রশংসাও করেছেন।
এক ভক্ত লিখেছেন, “বোমান তোমার বহুমুখিতা সত্যিই প্রশংসনীয়। এটা চালিয়ে যান ভাই।”
কেউ আবার লিখেছেন, “বোমনজি আপনি অসাধারণ। এমন সুন্দর অভিনয় আপনার বারবার মুগ্ধ করে সকলকে।”
এদিকে এই অভিনেতা পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। আগেই ঘোষণা করেছিলেন, তিনি তার প্রথম চলচ্চিত্র পরিচালনা করছেন। যা তার ছেলে প্রযোজনা করবেন। এটি পরিচালনা করার পাশাপাশি, অভিনেতা চিত্রনাট্যও লিখেছেন। বেশকিছু তারকাও সেখানে যুক্ত হবেন বলে জানা গেছে।
অভিনেতাকে নির্মাতা রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’তে দেখা যাবে। যে ছবিতে আরও অভিনয় করেছেন শাহরুখ খান এবং তাপসী পান্নু।
[সংবাদটি প্রথমে প্রকাশিত হয়েছে ফেইসবুকে ৪ অক্টোবর ২০২৩ তারিখে