নেটিজেনরা মনে করেন, রণবীরের এই খবরদারি তাদের দাম্পত্য জীবনে সব থেকে বড় ‘রেড ফ্ল্যাগ’ ।
Published : 16 Aug 2023, 06:16 PM
যতদূর শোনা যায়, সংসার জীবনে বেশ সুখেই আছেন অভিনেত্রী আলিয়া ভাট ও রণবীর কাপুর। প্রায়ই নিজেদের আনন্দঘন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। আপাতদৃষ্টিতে প্রেমে কোনো খামতি নেই এই যুগলের। তবে অভিনেত্রীর সাম্প্রতিক মন্তব্যে ভক্তদের ধারণা হয়েছে, বিয়ের পর আলিয়া ওপর বেশিই কর্তৃত্ব ফলাচ্ছেন রণবীর।
সম্প্রতি ভোগ ইন্ডিয়ার জন্য একটি নতুন ভিডিওতে বিনা ফাউন্ডেশনে রোজকার মেকআপ লুক কীভাবে তৈরি করা যায় তা শেখাচ্ছিলেন আলিয়া।
সেখানেই অভিনেত্রী অভিনয় ছাড়া অন্য সময়ে লিপস্টিক পরা অনেক কমিয়ে দিয়েছেন বলে জানান। কারণ হিসেবে রণবীরের নামই নেন তিনি। বলেন, “ও লিপস্টিক পরা একেবারেই পছন্দ করে না।”
আলিয়ার কথায়, “লিপস্টিক পরলেই বলে মুছে ফেল মুছে ফেল। ওর আমার ঠোঁটের স্বাভাবিক রঙই বেশি পছন্দ।”
আলিয়ার এই মন্তব্যে বেশ অবাক হয়েছেন নেটাগরিকদের একাংশ। তারা অভিনেত্রীর ওপর ‘রণবীরের অযাচিত কর্তৃত্ব ফলানো’ নিয়ে প্রশ্ন তুলেছেন বলে এনডিটিভি জানিয়েছে।
তাদের মতে, রণবীরের এই খবরদারি তাদের দাম্পত্য জীবনে সব থেকে বড় ‘রেড ফ্ল্যাগ’ । রণবীরের এ স্বভাবই পরবর্তীকালে তাদের সম্পর্ক নষ্টের কারণ হয়ে দাঁড়াতে পারে।
এর আগেও নেটিজেনরা আলিয়ার প্রতি রণবীরের ব্যবহার ও মন্তব্যের কারণে ক্ষুব্ধ হয়েছেন বলে আনন্দবাজার জানিয়েছে।
কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তার গলার আওয়াজ একটু চড়লেই বিরক্ত হন রণবীর।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ভিডিওতে আলিয়া বলেন, “কোনো কাজে কারো অক্ষমতা দেখলেই আমার মাথা গরম হয়ে যায়। আর আমার গলার আওয়াজ বেড়ে গেলে রণবীর তা একদমই পছন্দ করে না। ও মনে করে এটা ঠিক নয়, আর রাগ হলেও আমার নিষ্ঠুর হওয়া উচিত নয়।”
পাঁচ বছর প্রেমের পর গত বছর এপ্রিলে ঘরোয়াভারে বিয়ে সারেন রণবীর ও আলিয়া। এরপরই নভেম্বরে কন্যা রাহার জন্ম হয়।