এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, যা কস্টনারের ‘নিয়ন্ত্রণে নেই’, তাই বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত।
Published : 03 May 2023, 11:24 AM
যুক্তরাষ্ট্রের সাবেক মডেল ক্রিস্টিন বমগার্টনারের সঙ্গে আর এক ছাদের নিচে সংসার করবেন না বলে জানিয়েছেন হলিউড অভিনেতা কেভিন কস্টনার। দীর্ঘ ১৮ বছরের বিবাহিত জীবনের ইতি টেনে বিচ্ছেদে যাচ্ছেন এ দুই তারকা।
মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে কস্টনারের প্রতিনিধি আর্নল্ড রবিনসন বলেন, “এমন এক ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, যা কস্টনারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। ফলে তাকে বিবাহ বিচ্ছেদ নিতে হচ্ছে।“
কস্টনার এবং বমগার্টনারে তিন সন্তান এই মুহূর্তে কঠিন সময় পাড়ি দিচ্ছেন, তাই তাদের সম্মান রাখতে পারিবারিক বিষয়টি নিয়ে বেশি আলোচনা না করার অনুরোধ জানিয়েছেন রবিনসন।
বমগার্টনার কেবল মডেলিংই করতে না, হাতব্যাগের ডিজাইনার হিসেবেও তার পরিচিত ছিল। ২০০৪ সালে কলোরাডোতে সাবেক এই মডেলকে বিয়ে করেন ‘ডান্সেস উইথ উলভস’র তারকা কস্টনার।
বিয়ের কয়েক বছর আগে তাদের প্রথম দেখা হয়েছিল একটি গলফ কোর্সে। এর কয়েক বছর পর একটি রেস্তোরাঁ উদ্বোধন অনুষ্ঠানে এই জুটিকে একসঙ্গে দেখা যায়।
কস্টনারের প্রথম স্ত্রী সিন্ডি সিলভা। ১৯৭৮ থেকে ৯৪ সাল পর্যন্ত ওই সংসার টিকেছিল তাদের। ওই সংসার এবং আরও কয়েকটি সম্পর্কে কস্টনারের আরও চারটি সন্তান আছে।