“দিলারাম হচ্ছেন সেই ব্যক্তি, আমাদের চরম দুর্দশার সময়ে যিনি আমাদের সাহায্য করেছেন, বাধা অতিক্রম করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনুপ্রাণিত করেছেন।"
Published : 09 Feb 2024, 04:25 PM
কোক স্টুডিও বাংলা’র দ্বিতীয় সিজনের সবশেষ গানে অংশ নিয়েছেন হামিদা বানু ও শায়ান চৌধুরী অর্ণব। হাছন রাজার লেখা ‘ধরো দিলারাম’ এবং অর্ণবের ‘আমায় ধরে রাখো’ গান দুটোর ফিউশনে গানটি তৈরি হয়েছে, যার সংগীত প্রযোজনায় ছিলেন অর্ণব।
হামিদা সিলেটের একজন লোকশিল্পী। হাছন রাজা মিউজিয়ামের এই কর্মীর সুরেলা কণ্ঠ গানটিকে নতুন প্রাণ দিয়েছে। হামিদা এই প্রথমবার কোক স্টুডিও বাংলার মত কোনো ডিজিটাল প্ল্যাটফর্মে গান করেছেন।
অন্যদিকে ‘আমায় ধরে রাখো’ অংশটির মধ্য দিয়ে গানে ফিউশন ঘটিয়েছেন শায়ান চৌধুরী অর্ণব। গানে গানে সকল প্রতিবন্ধকতা এড়িয়ে খারাপ সময় থেকে ঘুরে দাঁড়ানোর কথা বলেছেন তিনি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোক স্টুডিও বলেছে, অনন্য ধরনের গানের জন্য বাংলা লোক সংস্কৃতিতে হাছন রাজা বিশেষ স্থান অর্জন করেছেন। এই গানটিতে এমন সব মানুষের কথা বলা হয়েছে, যারা জীবনে চলার পথে বড় কোনো বাধার মুখোমুখি হয়েছেন, যাদের মনে হয়েছে এই অবস্থা থেকে তারা বেরিয়ে আসতে পারবেন না।
“দিলারাম হচ্ছেন সেই ব্যক্তি, আমাদের চরম দুর্দশার সময়ে যিনি আমাদের সাহায্য করেছেন, বাধা অতিক্রম করে স্বাভাবিক জীবনে ফিরে আসতে অনুপ্রাণিত করেছেন।"
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)