Published : 05 Dec 2023, 09:58 AM
আলোচনা-সমালোচনা-বিতর্ক কিছু কম হয়নি কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় আর পিয়া চক্রবর্তীর বিয়ে ঘিরে। ভক্তদের কৌতুহল ছিল মধুচন্দ্রিমায় কোথায় যাচ্ছেন এই দম্পতি?
পরমব্রত বা পিয়ার কাছ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও পিয়ার ফেইসবুকে পোস্ট করা ছবি বলে দিচ্ছে তিনি আছেন আয়ারল্যান্ডের ডাবলিনে। সঙ্গে স্বামী পরমব্রত আছেন কী না, তার আভাস অবশ্য ছবি বা পোস্টে নেই।
তবে সোশাল মিডিয়া ব্যবহারকরীরা ধরে নিয়েছেন, নবদম্পতি মধুচন্দ্রিমায় গিয়েছেন ইউরোপের ওই শহরে।
ফেইসবুকের ছবিতে পিয়া লিখেছেন, ‘ডাবলিনে ইতিমধ্যেই ক্রিসমাসের মৌসুম’।
অবশ্য পরমব্রতর সোশাল মিডিয়ার কোনো অ্যাকাউন্টেই নতুন কোনো ছবি বা তথ্য নেই।
গত ২৭ নভেম্বর কলকাতার যোধপুর পার্কে পরমব্রতর বাড়িতে বিয়ের আইনি আনুষ্ঠানিকতা সারেন দুজন। কেবল দুই পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। ওই রাতে ভবানীপুরে ছোট পরিসরে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন ছিল। যেখানে অল্প কয়েকজন আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের পর বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়েন পিয়া। কিছুদিন আগে তার কিডনিতে পাথর ধরা পড়েছিল। বিয়ের রাতে হঠাৎ ব্যথা শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় কিডনিতে অস্ত্রোপচার করা হয়।
পরমব্রতর স্ত্রী পিয়া একজন মানসিক স্বাস্থ্যকর্মী ও সমাজকর্মী। পরমব্রতও নিজেকে কেবল অভিনয়ের গণ্ডিতে নিজেকে আটকে রাখেননি। পরিচালক-প্রযোজক হিসেবে নিজেকে পরিচিত করে তুলেছেন।
পিয়া ২০২১ সালে গায়ক অনুপমের সঙ্গে সাংসারিক জীবনের ইতি টানেন। সে সময়ে তারা সোশাল মিডিয়ায় যৌথভাবে বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন । খবর উড়েছিল, পরমব্রতের সঙ্গে সম্পর্কের জের ধরেই নাকি অনুপমের সংসার থেকে বেরিয়ে আসেন পিয়া।
যদিও সেই গুজব উড়িয়ে দিয়ে পরমব্রত বারবার বলেছেন, তিনি ও পিয়া স্রেফ বন্ধু।
ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ২০২১ সালে ঘূর্ণিঝড় ইয়সের পর ভারতের সুন্দরবন এলাকায় ত্রাণ দিতে গিয়ে দুজনার কাছাকাছি আসা। যদিও একে অপরকে তারা চিনতেন আগে থেকে।
এরপরে গত দুই বছরে পরমব্রত ও পিয়ার প্রেমের সম্পর্ক নানাভাবে স্পষ্ট হয়েছে।
পুরনো খবর
বিয়ের পরদিনই হাসপাতালে পরমব্রতর স্ত্রী পিয়া