সোশাল মিডিয়ায় ইধিকা নিজে পোস্ট দিয়ে বলেছেন, তার আগামী সিনেমা ‘কবি’।
Published : 14 Dec 2023, 03:41 PM
গুঞ্জন সত্যি হয়েছে, ফের ঢাকাই সিনেমার নায়িকা হচ্ছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। আর তার নায়ক হচ্ছেন অভিনেতা শরীফুল রাজ।
মাসখানেক আগে ইধিকা ও রাজ জুটি বাঁধার খবর চাউর হলেও এই অভিনেত্রী বা প্রযোজনা সংস্থা সে সময় মুখ খোলেনি। এবার সোশাল মিডিয়ায় পোস্ট দিয়ে ইধিকা নিজে বলেছেন, তার আগামী সিনেমা ‘কবি’। এ সিনেমায় বাংলাদেশের নির্মাতা হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় শরীফুল রাজের সঙ্গে জুটি বাঁধছেন তিনি।
আগামী সপ্তাহে কলকাতার নারায়ণ স্টুডিওতে সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। ফেইসবুকে ইধিকা বলেছেন, নতুন কাজ, নতুন টিম নিয়ে তিনি রোমাঞ্চিত।
“সাধ্যমত মন দিয়ে কাজ করার চেষ্টা করব। আমাকে আবারও ঢাকার সিনেমায় কাজ করার সুযোগ তৈরি করে দেওয়ায় আমি সম্মানিত” বলেন ইধিকা।
'কবি' সিনেমায় অভিনয় করার কথা ছিল শাকিব খানের। সিনেমাটি প্রযোজনার ঘোষণাও দিয়েছিলেন শাকিব। কথা ছিল ২০২০ সালে মার্চ মাসে শুরু হবে শুটিং।
গত অক্টোবরে খবর আসে 'কবি'তে বদলে গিয়েছে নায়ক। শাকিবের বদলে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন 'পরাণ', 'দামাল' সিনেমার অভিনেতা শরীফুল রাজ।
কিন্তু ঠিক কি কারণে নায়ক বদলে গেল সে প্রসঙ্গে পরিষ্কার করে কিছু বলেননি পরিচালক। পাওয়া যায়নি শাকিব খানের বক্তব্যও।
ঢাকা-কলকাতার বিভিন্ন সংবাদমাধ্যমে খরর প্রকাশ হয় যে, রাজের বিপরীতে থাকছেন ইধিকা, যিনি গেল কোরবানির ঈদে মুক্তি পাওয়া শাকিব খানের 'প্রিয়তমা' সিনেমায় নায়িকা হয়ে প্রশংসিত হয়েছেন।
তখন ইধিকা সংবাদমাধ্যমকে বলেছিলেন, তার হাতে চিত্রনাট্য এসেছে। সেটি পুরোপুরি পড়া না হলে কোনো সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে সম্ভব নয়।
কবি সিনেমার গল্প লিখেছেন পরিচালক কল্লোল নিজে। সংলাপ ও চিত্রনাট্য ফেরদৌস হাসানের।
ইধিকা ও রাজ ছাড়াও ঢাকার মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, কলকাতার অভিনেত্রী অনন্যা বিশ্বাসসহ আরও অনেকে থাকছেন ‘কবি’ সিনেমায়।