অভিনেতা বললেন, “দুনিয়াতে চালাক মানুষ বাঁচে আয়েশ করে, বোকা মানুষ কায়দা করে। আর মইনুল?”
Published : 03 Apr 2024, 08:29 AM
‘চক্কর’ নামের নতুন একটি ওয়েব ফিল্ম নিয়ে আসছেন অভিনেতা মোশাররফ করিম।
সিনেমার ফার্স্ট লুক ফেইসবুকে শেয়ার করে ক্যাপশনে হেঁয়ালি করে এই অভিনেতা লিখেছেন, “দুনিয়াতে চালাক মানুষ বাঁচে আয়েশ করে, বোকা মানুষ কায়দা করে। আর মইনুল?
শরাফ আহমেদের পরিচালনায় এই ওয়েব ফিল্মে মোশাররফ করিম একজন গোয়েন্দা পুলিশের চরিত্র অভিনয় করছেন।
চক্কর দিয়েই নির্মাতা জীবনে প্রবেশ করতে চলেছেন শরাফ। ফেইসবুকে সিনেমার ফার্স্ট লুক প্রকাশ করে দর্শকদের ভালো কিছু উপহার দেওয়ার প্রত্যাশা রেখেছেন তিনি।
সিনেমার মুক্তি নিয়ে শরাফ বলেছেন, তার টিম বেশি সময় নেবে না। মুক্তির আগের কাজ অনেকখানি গুছিয়ে এনেছেন তিনি।
চক্করকে মূলত ‘মানবিক স্পর্শের গল্প’ হিসেবে বর্ণনা করছেন শরাফ।
মোশাররফ করিম অভিনীত সর্বশেষ সিনেমা মুক্তি পেয়েছে ভারতের কলকাতায়। ব্রাত্য বসুর পরিচালনায় 'হুব্বা' নামের সেই সিনেমায় তিনি হুগলির একজন গ্যাংস্টারের ভূমিকায় কাজ করেছেন।
এছাড়া ঈদের একাধিক নাটকে দেখা যাবে মোশাররফকে।