অস্কারে ‘ওপেনহাইমার’ রজনী

সেরা চলচ্চিত্র, সেরা পরিচালক, সেরা অভিনেতাসহ অস্কারের সাতটি শাখায় পুরস্কার জিতেছে ক্রিস্টোফার নোলানের এ সিনেমা।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 March 2024, 04:44 AM
Updated : 11 March 2024, 04:44 AM

সব অনুমান সত্যি করে অস্কার মঞ্চে ঝড় তুলেছে ‘ওপেনহাইমার’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ‘ম্যানহাটন প্রজেক্টের’ প্রধান বিজ্ঞানী জে রবার্ট ওপেনহাইমারকে নিয়ে নির্মিত এ সিনেমা জিতে নিয়েছে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ৯৬তম আসরে সেরা চলচ্চিত্রের পুরস্কার।

রোববার সন্ধ্যায় (বাংলাদেশ সময় সোমবার সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ছিল ব্রিটিশ নির্মাতা ক্রিস্টোফার নোলানের এ সিনেমার জয়জয়কার।

নোলান পেয়েছেন সেরা পরিচালকের পুরস্কার। অভিনেতা কিলিয়ান মার্ফি পেয়েছেন সেরা অভিনেতার অস্কার। এছাড়া পার্শ্ব অভিনেতা শাখায় রবার্ট ডাউনি জুনিয়র জিতে নিয়েছেন বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

সেরা চলচ্চিত্র, সেরা নির্মাতা, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা ছাড়াও সম্পাদনা, সিনেমাটোগ্রাফি, সেরা মৌলিক সুর মিলিয়ে সাতটি অস্কার জমা হয়েছে ‘ওপেনহাইমার’ এর ঝুলিতে। মনোনয়নে এ সিনেমাটি জায়গা করে নিয়েছিল মোট ১৩ শাখায়।

পুরস্কার হাতে নোলান বলে, “তাদের প্রতি আমার অপার ভালোবাসা, যারা আমার জন্য এখানে আছেন, আমার পুরো ক্যারিয়ারকে গুরুত্ব দিয়েছেন। চলচ্চিত্রের এক অবিশ্বাস্য যাত্রায় পুরো বিশ্ব আমার পাশে দাঁড়িয়েছে স্বজন হয়ে।“

পুরস্কার হাতে নিয়ে আপ্লুত মার্ফি শুরুতেই ‘আমি অভিভূত’ শব্দটি বলে চুপচাপ দাঁড়িয়ে থাকেন। দর্শক সারিতে তখন নিস্তব্ধতা।

এরপর অভিনেতা বলেন, “একজন আইরিশ নাগরিক হয়ে আমি গর্বিত। তবে সব কৃতিত্ব নির্মাতা নোলান এবং প্রযোজক এমা টমাসের। যারা একটি সৃজনশীল যাত্রায় আমাকে ভরসা করে সঙ্গী করেছেন। বলা যায়, সিনেমার দৃশ্যায়নে প্রতিটি মুহূর্তে নোলান আমাকে বুঝিয়ে দিয়েছেন, আমি আর কেউ নই, কেবলমাত্র জে রবার্ট ওপেনহাইমার হয়ে বেঁচে আছি।“

মাথা নুইয়ে টিমের প্রত্যেক সদস্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মার্ফি। সেরা অভিনয়ের জন্য পাওয়া অস্কার তিনি উৎসর্গ করেন পৃথিবীতে শান্তিস্থাপনকারীদের উদ্দেশে।

তিনি বলেন, “আমরা সেই ব্যক্তিকে নিয়ে সিনেমা বানিয়েছি, যিনি বানিয়েছিলেন পারমাণবিক বোমা। এর ফলাফল ভালো বা মন্দ যাই হোক না কেন, আজকের পৃথিবীতে আমাদের সবার বসবাস ওপেনহাইমার জগতে।“

সেরা পার্শ্ব অভিনেতার অস্কার পাওয়া রবার্ট ডাউনি জুনিয়র বলেন. “আমি অ্যাকাডেমিকে ধন্যবাদ জানাই। এই প্রাপ্তিটুকু প্রয়োজন ছিল। চলচ্চিত্রের প্রয়োজনে জীবনে যা যা করেছি, তা বৃথা যায়নি। বরং বড় ধরনের অর্থবহ হয়ে ধরা দিয়েছে এই আসর।“

মার্ভেলের ‘আয়রন ম্যান’ হিসেবে পরিচিত ডাউনি এ অস্কার তার স্ত্রীকে উৎসর্গ করে বলেন, “আমি মাদকের হাতে বন্দি ছিলাম, গ্রেপ্তার হয়েছি, জেলও খেটেছি। আমার স্ত্রী সুসান ডাউ আমাকে পথে কুড়িয়ে পাওয়া বেড়াল ছানার মত তুলে নিয়ে এসে তার জীবনে আশ্রয় দিয়েছিলেন। তিনি আমাকে দাঁড়াতে শিখিয়েছিলেন, তাই আমি আছি।“

ডাউনির এ কথায় করতালিতে ফেটে পড়ে দর্শক।

ওপেনহাইমারের প্রযোজক এমা টমাস বলেন, “এক অসম্ভব আজ সম্ভব হয়ে ধরা দিয়েছে। আমি জানি, এই মুহূর্ত থেকে চলচ্চিত্র নির্মাণে স্বপ্নবাজরা নতুন করে সাহস নিয়ে কাজে নামবেন।“

অস্কারে দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার পাওয়া সিনেমা ‘পুওর থিংস’। এ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার গেছে এমা স্টোনের হাতে।

ভিক্টোরিয়ান যুগে নারী স্বাধীনতার গল্প নিয়ে ইয়োর্গস লানথিমোস নির্মিত ‘পুওর থিংস’ সিনেমায় এমার অভিনয়ের প্রশংসা ছিল দর্শক-সমালোচকদের মুখে মুখে।

সেরা অভিনেত্রী ছাড়াও ‘সেরা নির্দেশনা’, ‘সেরা রূপসজ্জা ও কেশসজ্জা’ এবং ‘সেরা পোশাক পরিকল্পনা’য় পুরস্কার পেয়েছে ‘পুওর থিংস’।

অস্কারজয়ী অভিনেত্রী এমা স্টোন বলেন, “আমি জানি না কি বলব। এই মুহূর্তে মাথায় আসছে অপ্রতিরোধ্য যাত্রার নাম হল ‘পুওর থিংস’। টিমের প্রত্যেক সদস্য এবং এই সিনেমা নির্মাণে সংশ্লিষ্টদের বলতে চাই, যে ভালোবাসা-যত্ন নিয়ে ‘পুওর থিংস’কে পর্দায় আনার জন্য তারা কাজ করেছিলেন, এই পুরস্কার এবং সম্মান আমি তাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।“

‘দ্য হোল্ডওভার’ সিনেমায় সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছে ডা'ভাইন জয় র‍্যান্ডলফ। এ অভিনেত্রী একটি স্কুলের পাচিকার ভূমিকায় অভিনয় করেন।

জয় র‍্যান্ডলফ বলেন,” অস্কার পেয়ে হঠাৎ করে নিজেকে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, যদিও আমি তা নই। আমি কেবল অভিনয় করে জীবন কাটাতে চাই। সবাইকে ধন্যবাদ।“

যুক্তরাষ্ট্রে গেল বছর মুক্তির পর আট মাসে সর্বোচ্চ ১ দশমিক ৪ বিলিয়ন ডলার আয় করা ‘বার্বি’ পেয়েছে মাত্র একটি অস্কার। নারী নির্মাতা গ্রেটা গারউইগের জনপ্রিয় এই সিনেমাটি ‘হোয়াট ওয়াজ আই মেইড ফর’ গানের জন্য ‘সেরা মৌলিক গান’ এর অস্কার জিতেছে। যদিও সিনেমাটি মনোনয়ন পেয়েছিল সাত শাখায়।

‘হোয়াট ওয়াজ আই মেইড ফর’ গানের শিল্পী বিলি আইলিশ বলেন, “আমি খুব একটা আশাবাদী ছিলাম না নিজেকে নিয়ে। প্রত্যাশা ছিল মনোনয়নের আগে নির্মাতা এবং অভিনেত্রীকে নিয়ে। অস্কার পেয়ে অবশ্যই ভালো লাগছে। আমি সৌভাগ্যবান এবং সম্মানিত।“

সেরা মৌলিক চিত্রনাট্যের পুরস্কার পেয়েছে ‘অ্যানাটমি অব আ ফল’। যৌথভাবে জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি এ সিনেমার চিত্রনাট্য লিখেছিলেন। 

চিত্রনাট্যের পুরোটা আবর্তিত হয়েছে একজন নারীকে ঘিরে। যিনি তার স্বামী হত্যায় অভিযুক্ত। অভিযোগ অস্বীকার করা ওই নারীর পক্ষে ছিল কেবল তার দৃষ্টি প্রতিবন্ধী ছেলে। 

ক্রিয়েত অস্কারের সোনালী ট্রফি হাতে নিয়ে রসিকতা করে বলেন, “এই পুরস্কার আমার মাঝ বয়সের সংকট কাটিয়ে তুলতে সাহায্য করবে।“ 

‘আন্তর্জাতিক ফিচার ফিল্ম’ শাখায় পুরস্কার গেছে যুক্তরাজ্যের ঘরে; এ শাখায় ‘দ্য জোন অব ইন্টারেস্ট’ জিতে নিয়েছে অস্কার। অস্কার পূববর্তী নানা জরিপেও এগিয়ে ছিল এই সিনেমাটি।

এ সিনেমার নির্মাতা জনাথন গ্লাজার গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলেন, “নারী শিশুদের কান্না-বিলাপ থামাতে পৃথিবীতে কি কোনো শক্তি আর অবশিষ্ট নেই?“

সেরা প্রামাণ্যচিত্র শাখায় ‘ববি ওয়াইন’ এবং ‘দ্য ইন্টারনাল মেমরি’, ‘ফোর ডটার্স’ আলোচনায় থাকলেও অস্কার জিতেছে ‘টোয়েন্টি ডেইজ ইন মারিওপোল’ সিনেমাটি। এই সিনেমার পরিচালক মিসতিসস্লাভ চেরনভ। তিনি প্রথম ইউক্রেনীয় হিসেবে অস্কার জিতলেন।

সংক্ষিপ্ত বক্তব্যে ইউক্রেইনে রাশিয়ার আক্রমণের সমালোচনা করে তিনি বলেন, “ইউক্রেইনের হাজারো মৃত্যু ও ধ্বংসের সমস্ত দায় একমাত্র রাশিয়ার।“

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস শাখায় ‘গডজিলা মাইনাস ওয়ান’ সিনেমাটি এবার অস্কার জিতেছে। অস্কার দেওয়া হয়েছে মোট ২৩ শাখায়।

অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন জনপ্রিয় টিভি উপস্থাপক জিমি কিমেল। দুইশর বেশি দেশে সরাসরি দেখান হয় জমকালো এই আয়োজন।

টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে চারবার অস্কার মঞ্চে সঞ্চালকের দায়িত্ব পালন করা কিমেল গেল বছর ধর্মঘটে স্থবির হলিউডেরে ‘দুর্দিনের’ কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “আমার লেখক, চিত্রনাট্যকার এবং ধর্মঘটে শামিল হওয়াদের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও সম্মান আছে। এআইয়ের আগ্রাসনকে বাড়তে দেওয়া যাবে না।”

হাসি-ঠাট্টায় কিমেল এও বলেন, “কে জানে, এইআইকে থামানো না হলে, আগামীতে এই মঞ্চে কী হতে পারে, কারা থাকতে পারে সবই অনুমান করা যায়।“

বার্বি সিনেমার নির্মাতা গ্রেটা গারউইগ, অভিনেত্রী মার্গট রবি ও অভিনেতা গসলিংয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করে কিমেল বলেন, “কেউ কেউ অস্কার না জিতলেও জিতেছেন আরো বড় কিছু। কারণ সেই মনোনয়নের অনুষ্ঠান থেকে কয়েকজনের নাম আর ছবি সবার মনের মধ্যে রয়েছে।“

জয়ের হাসি হাসল যারা

  • সেরা সিনেমা: ওপেনহাইমার

  • সেরা অভিনেত্রী: এমা স্টোন (পুওর থিংস)

  • সেরা অভিনেতা: কিলিয়ান মার্ফি (ওপেনহাইমার)

  • সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

  • সেরা পার্শ্ব অভিনেত্রী: ডা'ভাইন জয় র‍্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)

  • সেরা পার্শ্ব অভিনেতা: রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

  • সেরা মৌলিক গান: হোয়াট ওয়াজ আই মেড ফর (বার্বি: বিলি আইলিশ, ফিনিয়াস ও'কনেল)

  • সেরা মৌলিক সুর: লুদবিগ গোরানসন (ওপেনহাইমার)

  • সেরা রূপান্তরিত চিত্রনাট্য: আমেরিকান ফিকশন (কোর্ড জেফারসন)

  • সেরা মৌলিক চিত্রনাট্য: অ্যানাটমি অব আ ফল (জাস্টিন ত্রিয়েত, আর্থার হারারি)

  • সেরা আন্তর্জাতিক ফিচার:  দ্য জোন অব ইন্টারেস্ট (যুক্তরাজ্য)

  • সেরা অ্যানিমেটেড ফিচার: দ্য বয় অ্যান্ড দ্য হেরন

  • সেরা প্রামাণ্যচিত্র: টোয়েন্টি ডেইজ ইন মারিওপোল

  • সেরা সিনেমাটোগ্রাফি: ওপেনহাইমার

  • সেরা শব্দগ্রহণ: দ্য জোন অব ইন্টারেস্ট

  • সেরা সম্পাদনা: ওপেনহাইমার

  • সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: গডজিলা মাইনাস ওয়ান

  • সেরা পোশাক পরিকল্পনা: পুওর থিংস

  • সেরা রূপসজ্জা ও কেশসজ্জা: পুওর থিংস

  • সেরা শিল্প নির্দেশনা: পুওর থিংস

  • সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ফিল্ম: ওয়ার ইজ ওভার! ইন্সপায়ারড বাই দ্য মিউজিক অফ জন অ্যান্ড ইয়োকো

  • সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য লাস্ট রিপেয়ার শপ

  • সেরা লাইভ অ্যাকশন শর্ট: দ্য ওয়ান্ডারফুল স্টোরি অব হেনরি সুগার