নীল সোয়েটার, নীল জিনস এবং চোখে সানগ্লাস পরা শাহরুখ বারবার সালাম ঠুকে,হাত নেড়ে এবং উড়ন্ত চুমু তিনি ছুড়ে দেন অনুরাগীদের উদ্দেশে।
Published : 25 Dec 2023, 12:47 PM
জন্মদিন, ঈদ এবং সিনেমা মুক্তির পর মুম্বাইয়ের বাসভবন ‘মান্নাতের’ ছাদে শাহরুখ খানের দেখা পাওয়া যাবেই। সেই প্রথা মেনে ফের মান্নাতের ছাদে চিরচেনা রূপে দেখা দিলেন শাহরুখ।
কয়েকদনি আগে মুক্তি পেয়েছে এ নায়কের বছরের শেষ সিনেমা ‘ডানকি’। এই সিনেমা নিয়ে বক্স অফিসের হিসাব যাই বলুক, ভক্তদের আশা ছিল রোববার ছুটির দিনে শাহরুখ তাদের নিরাশ করবেন না।
ইন্ডিয়া টুডে লিখেছে, বিকেল বেলায় হঠাৎ করে মান্নাতের সামনের জটলা থেকে হইচই শুরু হয়। কারণ নায়ক এসে ততক্ষণে ছাদে দাঁড়িয়ে গেছেন।
সে সময় ‘শাহরুখ শাহরুখ’ নামে চিৎকার ওঠে চারপাশ থেকে। নীল সোয়েটার, নীল জিনস এবং চোখে সানগ্লাস পরা শাহরুখ বারবার সালাম ঠুকে, হাত নেড়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন অনুরাগীদের উদ্দেশে।
এ সময় কেউ কেউ ‘ডানকি’তে শাহরুখের চরিত্রের নাম ‘হার্ডি’ বলেও ডেকে ওঠেন। প্রায় সবারই হাতে ছিল ‘ডানকি’র পোস্টার।
KING KHAN AT MANNAT: King Khan's royal wave outside Mannat, enchanting fans with his charismatic presence????????????@iamsrk #DunkiMania #DunkiInCinemas #SRKsBlockbusterYear #DunkiReview #Dunki #Mannat #DunkiInRealLife pic.twitter.com/s2iBmNRttk
— Shah Rukh Khan Universe Fan Club (@SRKUniverse) December 24, 2023
এর আগে মান্নাতের ছাদে শাহরুখকে সর্বশেষ দেখা গিয়েছিল তার জন্মদিন ২ নভেম্বর।
চলতি বছরে শাহরুখের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। জানুয়ারিতে আসে ‘পাঠান’ এবং সেপ্টেম্বরে মুক্তি পায় ‘জওয়ান’। তুমুল অ্যাকশনের ওই দুই সিনেমা বব্লকবাস্টার হয়।
‘ডানকি’র গল্প ভিন্ন। এই সিনেমা হার্ডি ও তার চার বন্ধুর কাহিনী তুলে ধরেছে। স্বপ্ন পূরণ করার জন্য তারা লন্ডনে যেতে চান। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানেন না, তাই ভিসা পেতে সমস্যা হয়।
এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেন লন্ডনের পথে। যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ।
‘ডানকিতে’ শাহরুখ খান ছাড়াও তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানিসহ আরও অনেকের দেখা মিলবে।
এ সিনেমাকে ক্যারিয়ারের ‘সেরা’ হিসেবে বর্ণনা করে শাহরুখ বলেছেন, এ কাজটি তিনি করেছেন কেবল ‘নিজের জন্য’। ‘ডানকি’ দিয়ে নির্মাতা রাজকুমার হিনারির সঙ্গেও প্রথমবারের মত জুটি বেঁধেছেন বলিউডের বাদশাহ।