কনসার্টে অরিজিৎ ‘চান্না মেরেইয়া’ গাইতে শুরু করলে হাত তুলে গানের সিগনেচার স্টেপ দেখান রাণবীর।
Published : 06 Nov 2023, 02:26 PM
ভারতীয় সংগীত শিল্পী অরিজিৎ সিং এবং বলিউডি নায়ক রাণবীর কাপুর হাঁটু গেড়ে বসে মাথা নুইয়ে একে অপরকে সম্মান জানিয়েছেন এক কনসার্টে।
এনডিটিভি বলছে, অরিজিতের কনসার্ট চলছিল চণ্ডীগড়ে এক খোলা ময়দানে। মাঠটি ছিল দর্শকে কানায় কানায় পূর্ণ। শ্রোতাদের আব্দার রেখে এবং নিজের পছন্দমত একের পর এক গান করছিলেন অরিজিৎ।
হঠাৎ সবাইকে চমকে দিয়ে মঞ্চে উঠে পড়েন নায়ক রাণবীর কাপুর। তখন রাণবীর আর অরিজিৎ দুজন দুজনকে হাঁটু গেড়ে বসে মাথা নুইয়ে সম্মান জানান।
দুই শিল্পীর একের অপরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ওই ভিডিওতে দেখা গেছে, একে অপরকে আলিঙ্গন করেন রাণবীর-অরিজিৎ। এরপর অরিজিতের সঙ্গে গানে গলা মেলান রাণবীর। আর তাদের পেছনে মঞ্চের পর্দায় চলতে থাকে ‘অ্যানিমাল’ সিনেমার টিজার ও গান।
আগামী ১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে রাণবীর অভিনীত সিনেমা ‘অ্যানিম্যাল’। এই সিনেমার গান ‘সাতরঙ্গ’ গেয়েছেন অরিজিৎ। চণ্ডীগড়ে নতুন সিনেমার প্রচার করতে রাণবীর অরিজিতের কনসার্টে গিয়েছিলেন।
কনসার্টে ‘সাতরঙ্গ’ এর পাশাপাশি রাণবীরের এর আগের কয়েকটি সিনেমায় নিজের গাওয়া গানও করেছেন অরিজিৎ।
গায়ক ‘চান্না মেরেইয়া’ গাইতে শুরু করলে, হাত তুলে গানের সিগনেচার স্টেপ করে দেখান রাণবীর।
সন্দীপ রেড্ডি ভঙ্গা পরিচালিত ‘অ্যানিম্যাল’ মুক্তি ঘিরে এর প্রচারে ব্যস্ত দিন কাটাচ্ছেন রাণবীর। তার সঙ্গে আরেক প্রধান চরিত্রে অনিল কাপুরকে দেখা যাবে এ সিনেমায়।
রাণবীরের স্ত্রীর ভূমিকায় থাকছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী রাশমিকা মানদানা; খল চরিত্রে রয়েছেন ববি দেওল।
আরও পড়ুন-
‘অ্যানিমেল’ অগাস্টে নয়, আসছে ডিসেম্বরে