আগামী অগাস্টে ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাবে সিনেমাটি।
Published : 21 Mar 2023, 10:07 PM
যে সিনেমা মুক্তির পর বিরতিতে যেতে চাইছেন বলিউড তারকা রণবীর কাপুর, সেই ‘আ্যানিমেল’র শুটিংয়ের কাজ শেষ পর্যায়ে এসে পড়েছে।
মুক্তির দিনক্ষণ জানিয়ে টাইমস অব ইন্ডিয়া বলছে, শুটিং সারতে এপ্রিলে লন্ডন যাচ্ছেন ঋষি কাপুরপুত্র। সেখানে তার সঙ্গে পাওয়া যাবে অভিনেতা অনিল কাপুর ও ববি দেওলকে। লন্ডন ছাড়াও স্কটল্যান্ডের বেশ কিছু জায়গায় অ্যাকশন দৃশ্যের শুটিং করবেন তারা।
সন্দীপ রেড্ডি বঙ্গ পরিচালিত পারিবারিক গল্পের সিনেমা ‘অ্যানিমেল’ মুক্তি পাবে ভারতের স্বাধীনতা দিবস ১৫ অগাস্টে। সিনেমার রণবীরের নায়িকা হয়েছেন রাশমিকা মানদানা।
এর আগে ‘অ্যানিমেল’র টিজার আসে ইউটিউবে।
গত এক বছরে ব্যক্তি জীবনে পরিবর্তন এসেছে রণবীরের। বিয়ে করেছেন, বাবা হয়েছেন। সিনেমার কাজের চেয়ে বেশি সময় দিয়েছে পরিবারে। তাই শিশু কন্যা রাহাকে ছেড়ে বিদেশ যেতে তার একটু কষ্টই হবে বলেও জানিয়েছেন তিনি।
কিছুদিন আগে রণবীর ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘তু ঝুঠি ম্যায় মক্কর’ মুক্তি পায়। সিনেমাটি বক্স অফিসে ভালোই ব্যবসা করছে।