Published : 24 Feb 2023, 06:09 PM
কথিত আছে প্রেমে ‘টইটুম্বর’ থাকেন টাইটানিকের নায়ক লিওনার্দো ডিক্যাপ্রিও, আর বদনাম হল, বেশিদিন এক সম্পর্কে মন টেকে না তার। ডিক্যাপ্রিওর প্রেম নিয়ে টাটকা গুঞ্জন হল, মার্কিন মডেল জিজি হাদিদের পর এবার আরেক মডেল জোসি রেডমন্ডে মজেছেন তিনি।
স্প্যানিশ ডেইলি মার্কা এক প্রতিবেদনে জানিয়েছে, লন্ডনের সেলিব্রিটি হটস্পট ‘চিলটার্ন ফায়ারহাউসে’ এই জুটি একসঙ্গে ধরা পড়েছেন আলোকচিত্রীদের ক্লিকে।
এছাড়া একটু টুইটেও পার্টিতে তাদের ছবি দিয়েছে ডেইলি মেইল।
EXCLUSIVE: Leonardo DiCaprio, 49, parties into the early hours with model Josie Redmond, 21 https://t.co/GPx0xWCWOu
— Daily Mail Online (@MailOnline) February 23, 2023
ওই ছবিতে দুজনই কালো পোশাক পরেছিলেন। তবে ডিক্যাপ্রিওর মাথায় ক্যাপ ও মুখের মাস্ক থাকায় অভিনেতাকে চিনে নেওয়াই কঠিন।
তবে ডিক্যাপ্রিওর পেছনে থাকা জোসি রেডমন্ডকে চেনা যাচ্ছে স্পষ্টভাবেই।
এদিকে অভিনেতার এক ঘনিষ্ঠজন ডেইলি মেইলকে জানিয়েছেন, ২৫ বছরের কম বয়সী নারীদের প্রতি অস্কারজয়ী এই অভিনেতার বিশেষ ঝোঁক থাকা সত্ত্বেও, এবার একটি পরিপক্ক সম্পর্ক খুঁজছেন তিনি, অনেকটা সাবেক সঙ্গী ক্যামিলা মরোনের মত।
২০১৮ সালের শুরুতে মডেল-অভিনেত্রী ক্যামিলা মরোনের সঙ্গে প্রণয় শুরু হয় ডিক্যাপ্রিওর। মালিবু, ক্যালিফোর্নিয়া, নিউ ইয়র্ক, সেন্ট বার্টের সৈকতের পাশাপাশি প্যারিসের একটি ফুটবল খেলায় তাদের অসংখ্য রোমান্টিক মুহূর্ত সোশ্যাল মিডিয়া মাতিয়ে তুলেছিল।
২০২০ সালের ফেব্রুয়ারিতে নিজেদের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন তারা। তবে দুই বছর যেতে না যেতেই বিচ্ছেদের সুর বাজে গত বছর।
২০২২ সালে ৪৯ বছর বয়সী হলিউড তারকাকে ২৭ বছরের জিজি হাদিদের সঙ্গে নিউ ইয়র্ক শহরে ঘুরতে দেখা যায়।
সেই প্রেম দানা বাঁধতে না বাঁধতেই ২১ বছরের তরুণী জোসি রেডমন্ডের সাথে ডিক্যাপ্রিরো প্রেমের গুঞ্জন উড়তে শুরু করেছে।
এদিকে অভিনেতাকে আগামীতে নির্মাতা মার্টিন স্করসেসির পরবর্তী সিনেমা ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’-এ দেখা যাবে।
পুরনো খবর