আড়াইশতম প্রদর্শনীতে আসছে ‘কোর্ট মার্শাল’

ভারতীয় লেখক স্বদেশ দীপকের লেখা নাটকটি রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান।

গ্লিটজ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2023, 05:30 AM
Updated : 10 March 2023, 05:30 AM

তিন দশকের যাত্রায় নাটক ‘কোট মার্শল’ এর আড়াইশতম মঞ্চায়ন হতে যাচ্ছে ঢাকার মঞ্চে। 

‘থিয়েটার আর্ট ইউনিট’ প্রযোজিত এ নাটকটির প্রদর্শনী হবে শুক্রবার সন্ধ্যা ৭টায়,জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল হলে।

থিয়েটার আর্ট ইউনিটের ভারপ্রাপ্ত সভাপতি সেলিম মাহবুব গ্লিটজকে জানান, ভারতীয় লেখক স্বদেশ দীপকের লেখা নাটকটির রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন এস এম সোলায়মান। 

বেইলি রোডে মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি প্রথমবারের মত মঞ্চস্থ হয় ১৯৯৩ সালে। এরপর থেকে গত তিন দশক ধরে দেশ-বিদেশে নাটকটির প্রদর্শনী হয়ে আসছে। ১২টি চরিত্রের এই নাটকে ৩০ বছরে প্রায় ৬০ জন অভিনয়শিল্পী অভিনয় করেছেন।“

এ নাটকে প্রথমবার অভিনয় করেছিলেন আজিজুল সামাদ, শেখ নাজিম, চন্দন রেজা, এস এম সোলায়মান, রাশেদুল হাসান লিটন, মোহাম্মদ বারী ঊর্মি, সুমন আহম্মেদ, কামাল রায়হান, মাসুম, কামরুল ইসলাম, প্রশান্ত হালদার।

এবার অভিনয় করবেন- ফেরদৌস আমিন বিপ্লব, মোকাদ্দেম মোরশেদ, রাকিবুল হাসান মানিক, চন্দন রেজা, আশরাফ কবির, সেলিম মাহববু, নাহিদ সুলতানা লেমন, স্বাধীন শাহ, আবু সুফিয়ান বিপ্লব, হাসনাত প্রদীপ, সজল চৌধুরীসহ আরও অনেকে।

নাটকের পোশাক পরিকল্পনা ও সংগীত পরিচালনায় রয়েছেন রীমা রফিক। আলোক পরিকল্পনা করেছেন ঠান্ডু রায়হান। এছাড়া মঞ্চ পরিকল্পনা ও পোস্টার ডিজাইন রয়েছেন হেমায়েত হোসেন তপন।