শাহরুখে মুগ্ধ বেকএম

ইংল্যান্ডে ফিরেই কিং খানের প্রতি নিজের অনুভূতি ব্যক্ত করেছেন সাবেক এ ফুটবলার।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2023, 06:43 PM
Updated : 18 Nov 2023, 06:43 PM

ইউনিসেফের দূত হয়ে ভারতে এসেছিলেন সাবেক ফুটবল তারকা ডেভিড বেকএম; ব্যস্ততার মধ্যেও উপস্থিত হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের বাড়িতে। এবার মুম্বাই থেকে ফিরে গিয়ে কিং খানের প্রতি মুগ্ধতা প্রকাশ করেছেন। 

শাহরুখকে ধন্যবাদ জানিয়ে শনিবার ইনস্ট্রাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন বেকএম। লিখেছেন, অভিনেতার আতিথেয়তাই তি‌ন দিনের সফরকে মনে রাখার উপলক্ষ তৈরি করেছে। 

শুধু কিং খান নন, একই পোস্টে সোনম কাপুর ও তার বর আনন্দ আহুজাকেও ধন্যবাদ জানিয়েছেন বেকএম। 

মুম্বাইয়ে বুধবার ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচেরও অন্যতম আর্কষণ ছিলেন সাবেক এ ফুটবলার। পরে বলিউড তারকাদের সঙ্গেও দেখা যায় তাকে। বৃহস্পতিবার নিজের বাড়ি মান্নাতে ব্রিটিশ এ ফুটবল তারকার জন্য বিশেষ পার্টির আয়োজন করেন শাহরুখ। 

এ নিয়ে ক্যাপশনে বেকএম লিখেছেন, “আপনি অসাধারণ মানুষ। আপনার বাসায় পা রেখে সম্মানিত বোধ করেছি। আপনার সঙ্গে নৈশভোজ সত্যিই উপভোগ করেছি। আমার প্রথম ভারত সফরের শেষ দিনটা আপনার কারণে স্মরণীয় হয়ে থাকবে, আপনাকে ধন্যবাদ। আপনি ও আপনার পরিবার লন্ডনে আমার বাসায় আমন্ত্রিত, যেকোনো দিন, যেকোনো সময়।”

বেকএম প্রশংসা করেছেন সোনম ও আনন্দরও। তাদের ট্যাগ করে তিনি লেখেন, ‘‘তোমরা সত্যিই খুব ভাল মানুষ। ধন্যবাদ এমন একটা সুন্দর সন্ধ্যা আমাকে উপহার দেওয়ার জন্য।’’

এদিকে শুক্রবার মান্নাতে জমকালো নৈশভোজের একটি ছবি শেয়ার করে বেকএমের প্রশংসা করেছিলেন শাহরুখ।

নিজেকে বেকএমভক্ত দাবি করে কিং খান লেখেন, “এক আপাদমস্তক ভদ্রলোকের সঙ্গে গতকাল এক আইকন রাত ছিল। আমি সবসময় তার বড় ভক্ত। কিন্তু তার সঙ্গে দেখা করার পর আর শিশুদের সঙ্গে তার হৃদ্যতা দেখে আরও উপলব্ধি করি যে ফুটবলের থেকেও বেশি তার মানবিকতা আর নম্র স্বভাব। বেকএমের পরিবারকে জানাই ভালোবাসা। পরম বন্ধু, ভালো থাকুন, আনন্দে থাকুন। আর এবার একটু ঘুমান।”

শুধু শাহরুখের বাড়িতেই নয়, বলিউডের আরেক অভিনয়শিল্পী সোনম কাপুর ও তার বর আনন্দ আহুজাও দীপাবলির উৎসবেও নিমন্ত্রিত ছিলেন বেকএম। সেই অনুষ্ঠানে যাওয়ার আগে আনন্দের সঙ্গে বসে একটি ক্রিকেট ম্যাচও দেখেন।

সেই পার্টিতে উপস্থিত ছিলেন মালাইকা অরোরা, অর্জুন কাপুর, সঞ্জয় কাপুর, শানায়া কাপুর, মাহি কাপুর, কারিশমা কাপুর, শাহিদ কাপুর ও তার স্ত্রী মীরা রাজপুত, রীতেশ সিধওয়ানি, ইশা আম্বানি ও আদিত্য ঠাকুরের মত তারকারা। 

সর্বশেষ নেটফ্লিক্সের ডকু সিরিজ ‘বেকএম’ এ দেখা গিয়েছিল ডেভিড বেকএমকে। সিরিজে তার স্ত্রী সুপারমডেল ভিক্টোরিয়া বেকএমও ছিলেন।

Also Read: মান্নাতে শাহরুখের সঙ্গে ডেভিড বেকএম