ইউনিসেফের দূত হয়ে তিন দিনের সফরে ভারতে এসেছিলেন সাবেক ব্রিটিশ ফুটবল তারকা ডেভিড বেকএম; শত ব্যস্ততার মধ্যেও তিনি উপস্থিত হয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খানের বাড়িতে।
বুধবার ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচের অন্যতম আর্কষণ ছিলেন বেকএম। পরে বলিউড তারকাদের সঙ্গেও দেখা যায় সাবেক এই ফুটবলারকে।
হিন্দুস্তান টাইমস লিখেছে, বৃহস্পতিবার নিজের বাড়ি মান্নাতে এই ফুটবল কিংবদন্তীর জন্য বিশেষ পার্টির আয়োজন করেন শাহরুখ।
মান্নাতে বেকএমের গাড়ি প্রবেশের একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে ক্যাজুয়াল পোশাকে চুপিচুপি মান্নাতে প্রবেশ করতে যায় তাকে। শাহরুখের বাড়িতে প্রবেশ করে আরো কয়েকটি বিলাসবহুল গাড়ি।
তবে ওই পার্টিতে বেকএম ছাড়া আর কে কে উপস্থিত ছিলেন তা জানা যায়নি।
অবশ্য শাহরুখ একা নন, বলিউডের আরেক অভিনয়শিল্পী সোনম কাপুর ও তার বর আনন্দ আহুজাও দীপাবলির উৎসবে নিমন্ত্রণ করেছিলেন বেকএমকে। সেই অনুষ্ঠানে যাওয়ার আগে একসঙ্গে বসে একটি ক্রিকেট ম্যাচও দেখেন বেকএম ও আনন্দ।
সেই পার্টিতে উপস্থিত ছিলেন মালাইকা অরোরা, অর্জুন কাপুর, সঞ্জয় কাপুর, শানায়া কাপুর, মাহিপ কাপুর, কারিশমা কাপুর, শাহিদ কাপুর ও তার স্ত্রী মীরা রাজপুত, রীতেশ সিধওয়ানি, ইশা আম্বানি ও আদিত্য ঠাকরের মত তারকারা।
সর্বশেষ নেটফ্লিক্সের ডকু সিরিজ ‘বেকএম’-এ দেখা গিয়েছিল ডেভিড বেকএমকে। সিরিজে তার স্ত্রী সুপারমডেল ভিক্টোরিয়া বেকএমও ছিলেন।