‘ইউরোভিশনে’ লরিন পুনর্বার

লরিনই প্রথম নারী সংগীতশিল্পী, যিনি এই প্রতিযোগিতায় দুবার জয়ী হয়েছেন।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 May 2023, 04:51 PM
Updated : 14 May 2023, 04:51 PM

দ্বিতীয়বারের মতো ‘ইউরোভিশন সং কনটেস্ট’-এ জয়ী হয়ে ইতিহাস গড়লেন সুইডিশ গায়িকা লরিন।

ইউক্রেইনের পক্ষে আয়োজিত যুক্তরাষ্ট্রের লিভারপুলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ‘ট্যাটু’ গান দিয়ে তিনি বিজয় মুকুট পড়েন বলে সিএনএন জানিয়েছে।

এর আগে ২০১২ সালে বাকুতে আয়োজিত “ইউরোভিশন” প্রতিযোগিতায় ‘ইউফোরিয়া’ গান গেয়ে জয়ী হয়েছিলেন লরিন।

সেবার ফিনিশ গায়ক কারিজার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল তাকে।

লরিনের এই জয়ে ইউরোভিশনের সাতটি আসরে জয় পেল সুইডেন। ৫০ বছর আগে ব্যান্ড দল ‘অ্যাবা’ জয়ের মধ্য দিয়ে দেশটির ইউরোভিশন জয় শুরু হয়।

ফাইনাল প্রতিযোগিতার আগে লরিন সিএনএনকে বলেন, “আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোর মধ্যে এটি একটি। ‘ইউফোরিয়ার’ আগে আমি একজন সংগ্রামী শিল্পী ছিলাম। নিজের পথ খুঁজে বের করার চেষ্টা করছিলাম। ইউরোভিশন সম্প্রদায় আমার জন্য বাড়ির মতো নিরাপদ স্থান।”

লরিনই প্রথম নারী সংগীতশিল্পী, যিনি এই প্রতিযোগিতায় দুবার জয়ী হয়েছেন; এর আগে শুধু আয়ারল্যান্ডের জনি লোগানই দুবার শিরোপা জিতেছিলেন।

লিভারপুলে আয়োজিত এবারের প্রতিযোগিতায় আশেপাশের শহরের ইউরোভিশনের অনুরাগীরা টিকিট ছাড়াই বড় পর্দায় অনুষ্ঠানটি দেখেছেন। তাদের মধ্যে অনেকেই ইউক্রেইনের পতাকা নাড়িয়ে যোগ দেন অনুষ্ঠানে।