চলে গেলেন কিংবদন্তি গায়ক, গিটারবাদক টম ভেরলেইন।
আমেরিকান রক ব্যান্ড দল ‘টেলিভিশন’র ‘ফ্রন্টম্যান’ ভেরলেইনের বয়স হয়েছিল ৭৩ বছর।
ভারলাইনের দীর্ঘদিনের সহকর্মী ও সাবেক অংশীদার পেটি স্মিথের মেয়ে জেসি প্যারিস স্মিথ তার মৃত্যুর খবর নিশ্চিত করেন বলে বিবিসি জানিয়েছে।
জেসি জানান, অসুস্থতাজনিত কারণে শনিবার মারা গেছেন ভেরলেইন।
ভেরলেইন সত্তরের দশকে নিউ ইয়র্ক পাঙ্ক সংগীত ও রক ব্যান্ড দল ‘টেলিভিশন’র ফ্রন্টম্যান হিসাবে বেশ জনপ্রিয় ছিলেন।
দলটি সেসময় তিন বার ‘ইউকে শীর্ষ ৪০’ এ স্কোর করার পাশাপাশি ‘মার্কি মুন’ ও ‘অ্যাডভেঞ্চার’ অ্যালবামের জন্য প্রশংসা কুড়িয়েছিল। যুক্তরাষ্ট্রের চেয়ে ব্রিটেনেই বেশি জনপ্রিয় ছিল দলটি।
‘টেলিভিশন’ ভেঙে যাওয়ার পর ১২টি একক অ্যালবাম প্রকাশ করেন ভেরলেই। তার ‘কিংডম কাম’ গানটি মূলত ডেভিড বোভির ‘স্কেয়ারি মনস্টার’ অ্যালবামের অনুপ্রেরণায় গাওয়া।
ভেরলেইনের জন্ম যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে। পারিবারিক সূত্রে পাওয়া তার নাম ছিল টমাস মিলার। ফরাসি কবি পল ভেরলেইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্টেজের জন্য তিনি ভেরলেইন নামটি গ্রহণ করেন।
ভেরলেইনের মৃত্যুর শোক প্রকাশ করে ‘দ্য ওয়াটারবয়েজ’র মাইক স্কট টুইটারে লিখেছেন, “টম ভেরলেইন গিটার বাজানোর সীমানাকে অতিক্রম করে গিয়েছিলেন। তিনি ছিলেন সর্বকালের সেরা রক অ্যান্ড রোল গিটারিস্ট।”
গিটারিস্ট উইল সার্জেন্ট বলেছেন, “টম ভেরলেইননের বাজানোকেই আমি ‘বিশ্ব’ বুঝি। যদি কখনও তার মতো বাজাতে পারতাম, ভালো লাগত।”