সৃজিত বলেছেন, উত্তমের চরিত্রটি, উত্তম অভিনীত নানা চরিত্রের ভিডিও দিয়ে নির্মাণ করা হয়েছে।
Published : 02 Mar 2024, 04:49 PM
মহানায়ক উত্তম কুমার বড় পর্দায় ফিরছেন। তাকে ফিরিয়ে আনছেন কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জি।
সিনেমার ট্রেইলার দেখে ‘এক্সে’ পোস্ট দিয়ে সৃজিতকে প্রশংসায় ভাসিয়েছেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন।
T 4936 - The first ever film to have a principal character made out of existing footage. A tribute to Uttam Kumar .. Oti Uttam.https://t.co/F8vsWxINjH
— Amitabh Bachchan (@SrBachchan) March 1, 2024
সংবাদ প্রতিদিনকে সৃজিত বলেছেন, “এই সিনেমার একটি চরিত্র উত্তমকুমার। তিনি মহানায়ক হয়েই আসেন, কথা বলেন। এক ভক্তর কাছে আসেন তিনি এবং এই ভক্তর জীবনের এক প্রেমঘটিত সমস্যা সমাধান করে দেন। এটাই গল্পের নির্যাস।”
‘অতি উত্তম’ নামের এই সিনেমায় উত্তমের চরিত্রে অন্য কেউ নয়, মহানায়ক নিজেই অভিনয় করেছেন। অর্থাৎ, উত্তমের চরিত্রটি, উত্তম অভিনীত নানা চরিত্রের ভিডিও দিয়ে নির্মাণ করা হয়েছে।
এই সিনেমায় ভিএফএক্সের দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান সৃজিত।
এই নির্মাতা বলেন, “চিত্রনাট্য লিখতে আমার তিন বছর লেগেছে। ব্যাক ক্যালকুলেট করে আমাকে চিত্রনাট্য লিখতে হয়েছে।”
এই সিনেমায় আরও অভিনয় করেছেন অনিন্দ্য সেনগুপ্ত। এছাড়া কলকাতার সিরিয়ালের অভিনেত্রী রোশনি ভট্টাচার্যের এই সিনেমা দিয়েই চলচ্চিত্রে অভিষেক হতে চলছে। এছাড়া ভিডিও জকি জিনা তরফদার এই সিনেমায় অভিনয় করেছেন।
উত্তমকুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে পাওয়া যাবে। আরও আছেন লাবণি সরকার, শুভাশিস মুখোপাধ্যায়। চলতি মাসে মুক্তি পাবে ‘অতি উত্তম’ সিনেমাটি।