Published : 08 Jan 2024, 01:56 PM
মুক্তির পর চিত্রনাট্যের জন্য তুমুল আলোচনার পর এবার বাজিমাত করল হলিউডি সিনেমা ‘ওপেনহাইমার’। চলতি বছরের ‘গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডে’ ‘সেরা মোশন পিকাচার’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন এই সিনেমা।
‘ওপেনহাইমার’ নির্মাণের জন্য সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কারও পেয়েছেন ক্রিস্টোফার নোলান।
বিবিসি বলছে, লস অ্যাঞ্জেলসের বেভারলি হিলটনে গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ডসের ৮১তম আসর বসে রোববার। এবারের এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন সঞ্চালক জো কয়।
ওপেনহাইমার ছাড়াও পুরস্কার জিতেছে ‘বার্বি’, ‘পুওর থিংস’, ‘অ্যানাটমি অব ফলের’ মত সাড়া তোলা সিনেমাগুলো।
এবারের ‘গোল্ডেন গ্লোবসে’ সেরা টিভি সিরিজের খেতাব পেল ‘দ্য বিয়ার’।
অভিনেতাদের মধ্যে লিলি গ্ল্যাডস্টোন, পল গিয়ামাত্তি, এমা স্টোন, রবার্ট ডাউনি জুনিয়র, জেরেমি অ্যালেন হোয়াইট অভিনয়ের জন্য ‘গোল্ডেন গ্লোবস’ পুরস্কার পেয়েছেন।
পুরস্কার পেল যা যা
সেরা মোশন পিকচার (ড্রামা): ওপেনহেইমার।
বেস্ট মোশন পিকচার (মিউসিক্যাল/কমেডি): পুওর থিংস।
বেস্ট মোশন পিকচার (অ্যানিমেটেড): দ্য বয় অ্যান্ড দ্য হেরোন।
সিনেমাটিক অ্যান্ড বক্স অফিস অ্যাচিভমেন্ট: বার্বি।
বেস্ট মোশন পিকচার (নন ইংলিশ): অ্যানাটমি অব ফল।
সেরা অভিনেতা (ড্রামা): সিলিয়ান মরফি।
সেরা অভিনেত্রী (ড্রামা): লিলি গ্ল্যাডস্টোন।
সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি): এমা স্টোন।
সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): রবার্ট ডাউনি জুনিয়র।
সেরা পরিচালক: ক্রিস্টোফার নোলান।
সেরা স্ক্রিনপ্লে: অ্যানাটমি অব ফল।
সেরা অরিজিন্যাল গান: হোয়াট ওয়াজ আই মেড ফর- বার্বি।