ক্যারিয়ারের শুরুতেই বড় কাজের সুযোগ পেয়ে গেছেন নন্দা, যেখানে মূল চরিত্রে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র।
Published : 15 Dec 2023, 01:43 PM
ওটিটি দিয়ে অভিনয়ে অভিষেক হওয়া অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা বড় পর্দায় যেতে দেরি করছেন না। ক্যারিয়ারের শুরুতেই বড় কাজের সুযোগ পেয়ে গেছেন নন্দা, যেখানে মূল চরিত্রে অভিনয় করবেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র।
বলিউডের ‘আন্ধাধুন’ সিনেমার পরিচালক শ্রীরাম রাঘবানের আগামী সিনেমা ‘ইক্কিস’ এ অভিনয় করতে চলেছেন নন্দা। সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারি মাস থেকে।
টাইমস অব ইন্ডিয়া বলেছে, মেয়ের ঘরের এই নাতিকে সামনে এগিয়ে দিতে পেছনে আছেন অমিতাভ। নাতি আগামীতে কি করবেন না করবেন, কোন নির্মাতার কথায় সায় দেবেন, আর কাকে সরাসরি না বলে দেবেন, সেই বুদ্ধির ঘরে ধোঁয়া দিচ্ছেন স্বয়ং বলিউড মেগাস্টার।
গত ৭ ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় নির্মাতা যোইয়া আখতারের সিনেমা ‘দ্য আর্চিস’। এই সিনেমা দিয়ে অগস্ত্য ছাড়াও চলচ্চিত্রে অভিষেক হয়েছে শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও প্রয়াত নায়িকা শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের।
হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রির তিন প্রভাবশালী পরিবারের তিন সন্তানের প্রথম সিনেমা নিয়ে আগ্রহ আছে দর্শক এবং ফিল্ম পাড়ার মানুষদেরও। সিনেমায় নির্মাতা ষাটের দশককে তুলে ধরেছেন।
সিনেমা মুক্তির কিছুদিন পর অগস্ত্য নন্দাকে (শ্বেতার ছেলে) নিয়ে মুম্বাইয়ে বাসভবন জলসার বাইরে এসে অমিতাভ। লোকে লোকারণ্য ওই জায়গায় দাদু-নাতি সবার উদ্দেশে হাত নাড়েন। উত্তরসূরীর জায়গা পাকাপোক্ত করতে অমিতাভের এই তৎপরতার খবর প্রকাশ হয় সংবাদমাধ্যমে।
নন্দার বড় পর্দার প্রথম সিনেমা 'ইক্কিস' প্রযোজনা করছেন দিনেশ ভিজান। সিনেমায় বাবা-ছেলের সম্পর্কের গল্প তুলে ধরা হবে।
নন্দার চরিত্রের নাম অরুণ ক্ষেত্রপাল। এই সেনা কর্মকর্তা অরুণের মৃত্যু হয় এক যুদ্ধে।
নন্দা এখন অরুণকে ধারণ করতে ব্যস্ত। একজন সেনা কর্মকর্তার চালচলন, আদব-কায়দা শিখছেন তিনি। নির্মাতা শ্রীরামের মনে করেন অরুণের চরিত্রে নন্দা দারুণ কাজ করবেন।
" চিত্রনাট্য নিয়ে দীর্ঘসময় ধরে কাজ করছি। শুটিং শুরু করতে তাই আর দেরি করতে চাইছি না। আমার বিশ্বাস নন্দা ভালো করবেন।"