নিজের প্রথম সিনেমা নিয়ে উদ্বেলিত এই চিত্রনায়িকা।
Published : 30 Jun 2023, 07:55 PM
বাংলাদেশের ঈদের সিনেমা ‘প্রিয়তমা’র মধ্যদিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ ঘটল কলকাতার অভিনেত্রী ইধিকা পালের।
চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে অভিনয় করতে গিয়ে নিজের অভিজ্ঞতা আনন্দবাজার অনলাইনকে জানালেন তিনি।
নিজের প্রথম সিনেমা নিয়ে উদ্বেলিত ইধিকা বললেন, “আমার প্রথম সিনেমা, তাও আবার ঈদে মুক্তি পেয়েছে। খুব আনন্দ হচ্ছে। ওপার বাংলায় দর্শকের প্রতিক্রিয়াও ভালো। শুনলাম আমাদের শোয়ের সংখ্যাও বাড়িয়ে দেওয়া হয়েছে।”
এই সিনেমাটিতে অভিনয়ের কথা ছিল শবনব বুবলীর। কিন্তু শাকিব খানের সঙ্গে পারিবারিক জীবনে দ্বন্দ্ব তাদের পেশাগত জীবনেও প্রভাব ফেলায় ইধিকার সুযোগ ঘটে সিনেমাটিতে।
শাকিবের ব্যক্তিগত জীবনের বিতর্ক তার মনে কতটুকু প্রভাব ফেলেছে- সে প্রশ্ন করা হলে ইধিকা বলেন, “আমি শুধু কাজেই মন দিয়েছিলাম। বাকি কোথায় কে কী চর্চা করছে, তা নিয়ে একদমই ভাবিনি।
“শাকিব খুবই পেশাদার এক জন অভিনেতা। আমার তার সঙ্গে কাজের অভিজ্ঞতা খুবই ভালো।”
বাংলা সিরিয়ালে মধ্যদিয়ে অভিনয় জীবনের শুরু করেন ইধিকা। তারপরই শাকিব খানের বিপরীতে কাজ করার সুযোগ আসে।
গুঞ্জন রয়েছে, বছরের শুরুতে কলকাতার অভিনেতা সোহম চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে একটি সিনেমার কাজ সেরে ফেলেছেন অভিনেত্রী। এই খবরের সত্যতা কতটুকু তা ইধিকাকে প্রশ্ন করা হলে, তিনি এড়িয়ে যান।
আনন্দবাজার বলেছে, সিনেমা মুক্তির পর থেকেই বাংলাদেশ থেকে ইধিকার কাছে নতুন কাজের প্রস্তাব আসছে। কলকাতাতেও বেশ কিছু সিনেমার কথা এগিয়েছে।