ঈদের প্রথম দিনেই প্রেক্ষাগৃহে দাপটের সাথে চলছে শাকিব খান অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। শাকিব ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল জুটির সিনেমাটি মুক্তি পেয়েছে ১০৫টি প্রেক্ষাগৃহে। টিজার, ট্রেলঅর, আর দুটি গান দিয়ে ঈদের আগে থেকেই অবশ্য আলোচনায় এই সিনেমা। এবার শাকিবভক্তরা মজেছেন সিনেমার তৃতীয় গানে। ঈদের দিন প্রেক্ষাগৃহে সিনেমাটির পাশাপাশি ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘ইশ্বর’ শিরোনামের গানটি। প্রকাশের পরপরই গানটি লুফে নিয়েছে ভক্তরা। মাত্র ৪ ঘণ্টায় ইউটিউবে ৩ লাখ ১৯ হাজার বার দেখা হয়েছে গানটি। পুরো গানটিতে অভিনেতার সঙ্গে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে অসংখ্য রোম্যান্টিক দৃশ্যে দেখা গেছে। ‘ঈশ্বর’ এর সুর ও সংগীত পরিচালনা করেছেন প্রিন্স মাহমুদ। গানটি গেয়েছেন রিয়াদ ও লিখেছেন সোমেশ্বর ওলি। হিমেল আশরাফ পরিচালিত ও আরশাদ আদনান প্রযোজিত এ সিনেমায় শাকিব-ইধিকা ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, কাজী হায়াতসহ অনেকে।
Published : 29 Jun 2023, 10:19 PM