জওয়ান’ দর্শকদের ভেতরে প্রত্যাশা তৈরি করে প্রথম ট্রেইলার দিয়েই।
Published : 09 Feb 2024, 04:08 PM
চট্টগ্রামের ভক্তরাও যে ‘জওয়ান’ জ্বরে কাবু হয়ে পড়েছে, তা চোখ এড়ায়নি বলিউড তারকা শাহরুখ খানের। তিনি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সোশাল মিডিয়া এক্সে।
শাহরুখ খান ইউনিভার্স ফ্যান ক্লাব জানিয়েছে, কিং খানের চট্টগ্রামের ভক্তরা একটি পুরো শো বুক করে ‘জওয়ান’ উপভোগ করেছেন।
প্ল্যাকার্ড হাতে উচ্ছ্বসিত ভক্তদের ছবি ও ভিডিও জুড়ে দেওয়া হয়েছে সেই পোস্টে। ‘জওয়ান’ নিয়ে এই আগ্রহ-উত্তেজনাকে ‘অতুলনীয়’ হিসেবে বর্ণনা করা হয়েছে ফ্যান ক্লাবের এক্স অ্যাকাউন্টে।
এক্সেই সেই পোস্ট শেয়ার করে শাহরুখ খান লিখেছেন, “থ্যাংক ইউ চট্টগ্রাম।”
গত বৃহস্পতিবার ভারত-বাংলাদেশসহ বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমারের অ্যাকশনধর্মী সিনেমা ‘জওয়ান’। সিনে বিশ্লেষকদের ধারণা, শাহরুখ এই সিনেমা দিয়ে বলিউডের ইতিহাসে এক নতুন সাফল্য গাঁথা লিখতে চলেছেন।
‘জওয়ান’ দর্শকদের ভেতরে প্রত্যাশা তৈরি করে প্রথম ট্রেইলার দিয়েই। সেখানে শাহরুখের দুটি লুক দারুণ সাড়া ফেলেছিল।
হিন্দি ছাড়াও তামিল, তেলেগু ভাষায় মুক্তি পাওয়া এ সিনেমার শাহরুখ ছাড়াও আছেন দক্ষিণী তারকা নয়নতারা, বিজয় সেতুপতি। আরও আছেন প্রিয়ামণি, সানিয়া মালহোত্রা, ঋদ্ধি ডোগরা, সুনীল গ্রোভারসহ আরও অনেকে।
শাহরুখকে এই সিনেমায় বাবা ও ছেলে দুই ভূমিকায় দেখা গেছে। বিশেষ চরিত্রে দেখা গেছে দীপিকা পাডুকোনকে।
শাহরুখের ডুবন্ত ক্যারিয়ারকে ভাসিয়ে তোলা সিনেমা ‘পাঠান’ হাজার কোটি রুপি আয় করলেও ওই সিনেমা দক্ষিণে অতটা সাড়া ফেলেনি। এদিক থেকেও ‘জওয়ান’ ব্যাতিক্রম। কেরালা, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকেও ‘জওয়ান’ নিয়ে উন্মাদনা চলছে।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১০ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)