“আমাদের সম্পর্কটা খুবই অদ্ভুত। আমরা একে অপরের বিপরীত স্বভাবের,” বলেন অনুশকা শর্মা।
Published : 07 Jul 2023, 05:13 PM
‘ব্যান্ড বাজা বারাত’, ‘লেডিস ভার্সেস রিকি বেহল’ ও ‘দিল ধড়কানে দো’র মত জনপ্রিয় সিনেমায় জুটি বেঁধে কাজ করেছেন বলিউডি অভিনেতা রণবীর সিং ও অনুশকা শর্মা। সে সময় ছড়িয়ে পড়েছিল এই জুটির প্রেমের খবর। কিন্তু কেন সেই খবর পরে আর সত্যি হয়নি, সেটি খোলাসা করেছেন অনুশকা।
নিউজ এইট্টিন জানিয়েছে, অভিনেত্রী-প্রযোজক সিমি গ্রেওয়ালের এক অনুষ্ঠানে গিয়ে এ পশ্নের মুখোমুখি হতে হয় অনুশকাকে। আর তখনই আসে জবাব।
সে সময় রণবীরকে ‘বাস্তববাদী’ এবং নিজেকে তার বিপরীত স্বভাবের বর্ণনা করে অনুশকা বলেন, “আসলে আমাদের দুজনের জীবনবোধ সম্পূর্ণ আলাদা। আমাদের তো প্রেম ছিল না।“
জীবনসঙ্গী হিসেবে রণবীর কেমন হতে পারত সে প্রশ্নের জবাবে অভিনেত্রী বলেন, “আমি তাকে পছন্দ করি। সে আমার চোখে আকর্ষণীয় পুরুষও বটে। তবে আমি যদি কারো সঙ্গে সম্পর্কে থাকতে চাই, তাকে শান্ত করার কৌশল আমাকে জানতে হবে। নইলে সম্পর্কটি সুন্দর হবে না।“
সিমিকে অভিনেত্রী বলেছিলেন, বিয়ে তার কাছে বেশ গুরুত্বপূর্ণ। তিনি বিয়ে করতে চেয়েছিলেন, সেইসঙ্গে সন্তানও।
যদিও ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমায় অভিনয়ের সময়ে প্রেমে জড়িয়ে পড়েন অনুশকা শর্মা ও রণবীর সিং। সে প্রেম গড়ায় কিছুদিন। ‘কফি উইথ করণ’ শোতে উপস্থিত হয়ে নিজেদের সম্পর্ক নিয়েও কথা বলেছিলেন এ যুগল।
এরপর অনুশকা চলে যান ক্রিকেটের গ্যালারিতে। জড়িয়ে যান খেলোয়াড় বিরাট কোহলির সঙ্গে। আর রণবীরও ভিড়ে যান ও দীপিকার সঙ্গে।
২০১৭ সালে চার বছর প্রেম করার পর ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেন অনুশকা। ২০২১ সালে এই দম্পতির কন্যা ভামিকার জন্ম হয়। বলিউডে যেসব তারকা দম্পতির সম্পর্ককে ঝুটঝামেলাহীন ধরা হয়, তাদের মধ্যে আনুশকা-কোহলির নাম উপেরের দিকে।
অন্যদিকে ২০১৮ সাল থেকে দীপিকা পাড়ুকোনের সঙ্গে সংসার করছেন রণবীর। তবে মাঝেমধ্যেই এই দম্পতির ‘বিচ্ছেদের’ খবর আসে সংবাদমাধ্যমে।
মুক্তির অপেক্ষায় রয়েছে রণবীরের নতুন ছবি ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। আগামী দিনে অনুশকাকে দেখা যাবে ভারতীয় নারী ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনীচিত্র ‘চাকদা এক্সপ্রেস’ সিনেমায়।
পুরনো খবর:
রণবীরের বাড়ানো হাত ধরলেন না দীপিকা, ছড়াল গুঞ্জন
মাঠ থেকে আনুশকাকে কোহলির ‘বিরাট ভালোবাসা’