পুরনো একটি ভিডিও ক্লিপ এসেছে নতুন করে আলোচনায়।
Published : 17 Apr 2023, 01:12 AM
বিয়ের আগে বিরাট কোহলির সঙ্গে ডেটে যাওয়ার আগে স্মৃতি থেকে সাবেক প্রেমিক রণবীর সিংকে মুছে ফেলতে চেয়েছিলেন অনুশকা শর্মা।
সম্প্রতি পুরোনো একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হলে অভিনেত্রীর প্রেম-দাম্পত্যের টানাপোড়ন আলোচনা এসেছে বলে নিউজ এইটিন জানিয়েছে।
ভিডিও ক্লিপটিতে দেখা গেছে, জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’ এ চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের সঙ্গে ছিলেন অনুশকা।
সেখানে অভিনেত্রীর সামনে তিনজন পুরুষের নাম রেখে করণ প্রশ্ন করেন, তাদের মধ্যে কার সাথে ডেটে যেতে চাইবেন, কাকে রাখি বাঁধবেন ও কাকে ভুলে যাবেন। ডেটের জন্য বিরাট কোহলিকে নির্বাচন করেন অনুশকা। অর্জুন কপুরকে রাখি বাঁধবেন বলে জানান। রণবীরের নামটি এড়িয়ে যান।
অনুশকার নীরবতা দেখেই করণ বলে বসেন ‘‘বুঝলাম! তার মানে আপনি রণবীরকেই মুছে ফেলছেন।”
“কারণ এখানে রণবীরই একমাত্র বিকল্প,” ত্বরিত জবাব আসে অনুশকা।
২০১০ সালে ‘ব্যান্ড বাজা বারাত’ সিনেমায় রণবীর সিংয়ের বিপরীতে দেখা গিয়েছিল অনুশকাকে। এরপরে ‘লেডিস ভার্সেস রিকি বেহল’ সিনেমায় জুটি বেঁধে কাজ করেন তারা। তখনই একে অন্যের প্রেমে পড়েন রণবীর ও অনুশকা। যদিও সেই সম্পর্ক খুব বেশি দিন টেকেনি।
অনুশকার সঙ্গে বিচ্ছেদের পরে অভিনেত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে বেশ কয়েক বছর চুটিয়ে প্রেমের পর গাঁটছড়া বাঁধেন রণবীর। অন্যদিকে ক্রিকেট তারকা বিরাট কোহলির সঙ্গে প্রেমের বিয়ে সারেন অনুশকা। বর্তমানে তারা ২ বছর বয়সী ভামিকার বাবা-মা।