ঢাকার অ্যাকশন থ্রিলারে সোহিনী, নায়ক শুভ

বাংলাদেশের চরকি প্ল্যাটফর্মের জন্য ‘লহু’ নামের ওয়েব সিরিজ নির্মাণ করবেন কলকাতার নির্মাতা রাহুল মুখোপাধ্যায়।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2023, 07:02 PM
Updated : 14 Nov 2023, 07:02 PM

হালের ওটিটি প্ল্যাটফর্ম জনপ্রিয় হওয়ার পর ঢাকার শিল্পীরা যেমন কলকাতার ওয়েব সিরিজে অভিনয়ে আগ্রহী হয়েছেন, তেমনি কলকাতার শিল্পীদের কাছেও প্রাধান্য পাচ্ছে ঢাকার সিরিজ। 

অনির্বাণ ভট্টাচার্যের পর এবার বাংলাদেশের ওয়েব সিরিজে কাজ করতে আসছেন কলকাতার অভিনেত্রী সোহিনী সরকার। সেই সিরিজে তিনি জুটি বাঁধছেন অভিনেতা আরিফিন শুভর সঙ্গে।

আনন্দবাজার বলছে, বাংলাদেশের চরকি প্ল্যাটফর্মের জন্য ‘লহু’ নামের ওয়েব সিরিজটি নির্মাণ করবেন কলকাতার নির্মাতা রাহুল মুখোপাধ্যায়।

রাহুল বলেন, “আমার এই সিরিজ প্রেমবর্জিত। ‘কিশমিশ’, ‘দিলখুশ’-এর পর অন্য রকম কাজ করতে চাইছিলাম। বড় পর্দায় দুটো কাজই ছিল প্রেমের গল্প নিয়ে। তাই প্রেমের গল্পে একটু ক্লান্তি এসেছে। এছাড়া নিজেকে ভাঙতে চাইছি, দেখতে চাইছি আমি আর কী কী করতে পারি। তাই সিরিজ়টা করছি। তবে এতটুকু বলতে পারি, এটা একজন মা-বাবার গল্প।"

সোহিনী আশা করছেন, ভিন্ন ধরনের গল্পের কাজটা 'দুর্দান্ত হবে'।  

আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হতে চলেছে শুটিং। কলকাতায় ছাড়াও শিলংয়ের বেশ কিছু শুটিং জায়গায় হবে।

কিছুদিন আগে খবর আসে, প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে বাংলাদেশের ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’ পা রাখতে চলেছে ভারতের পশ্চিমবঙ্গে। 

কলকাতার নির্মাতারা আগামীতে এই প্ল্যাটফর্মে যেমন স্বতন্ত্র কনটেন্ট তৈরি করবেন, তেমনি দুই বাংলার শিল্পীদের নিয়ে যৌথভাবে সিনেমা-সিরিজ তৈরি হবে 'চরকি'তে। 

চরকি'র প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি বলেছিলেন, কলকাতায় 'চরকি'র যাত্রা শুরুর পর এতে সাবস্ক্রিপশন করার পদ্ধতি আরও সহজ হয়ে যাবে।

গত অগাস্টে চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের আওতায় ১২টি প্রেমের সিনেমা বানানোর উদ্যোগ নিয়েছেন ১২ জন পরিচালক। একইভাবে কলকাতায় পরিচালকদের নিয়েও সিনেমা তৈরির ইচ্ছে রয়েছে 'চরকি'র। 

পুরনো খবর

Also Read: ঢাকার ‘চরকি’ কলকাতায়, থাকছে কী কী?