‘দেবী চৌধুরাণী’র শুটিং শুরু হতে যাচ্ছে পুরুলিয়ায়।
Published : 28 Jan 2024, 11:02 AM
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবী চৌধুরাণী’কে বড় পর্দায় আনার কাজ অবশেষে শুরু করেছেন নির্মাতা শুভ্রজিৎ মিত্র।
গেল বছর সিনেমার খবর প্রকাশ হওয়ার পর থেকে এই সিনেমা নিয়ে নানা তথ্য এসেছে সংবাদমাধ্যমে । সিনেমার পাত্রপাত্রীদের নাম, তাদের বক্তব্য এমনটি কান চলচ্চিত্র উৎসবে এ সিনেমার পোস্টারও প্রকাশ করা হয়। কিন্তু সিনেমার শুটিং কবে নাগাদ শুরু হবে তা নিয়ে নির্মাতা শুভ্রজিৎ কিছু বলছিলেন না।
এবার জানা গেল, সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে পুরুলিয়ায়। উত্তর কলকাতাতেও দৃশ্যধারণের কিছু কাজ করবেন পরিচালক।
এ সিনেমায় দেবী চৌধুরাণী হয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়; আর ভবানী পাঠকের চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সব্যসাচী চক্রবর্তী ও তার বড় ছেলে অর্জুন চক্রবর্তীকে। আছেন বিবৃতি চট্টোপাধ্যায় এবং দর্শনা বণিক।
কাজ শুরু করতে সময় লাগল কেন, সেই প্রশ্নে নির্মাতা শুভ্রজিৎ মিত্র বলেন, “অনেক রিসার্চ করে তবে কাজে হাত দিয়েছি। একটা সময় ভারতীয় মার্শাল আর্টকে ধুয়েমুছে শেষ করে ফেলে ব্রিটিশ ও মোগল শাসকেরা। সেটাই ফিরিয়ে আনা হবে আমার এই সিনেমায়।“
‘দেবী চৌধুরাণীর’ অ্যাকশন দৃশ্য পরিচালনার দায়িত্বে রয়েছেন বলিউডের অভিনেতা ভিকি কৌশলের বাবা শাম কৌশল। সংগীত পরিচালনা করেছেন বিক্রম ঘোষ।
সিনেমার ক্ল্যাপস্টিক নিয়ে ফেইসবুকে ছবি পোস্ট করেছেন শুভ্রজিৎ।
তিনি লিখেছেন, “যুদ্ধ শুরু, ২৮ জানুয়ারি গোটা টিম যাবে পুরুলিয়া। সেখানেই হবে ছবির অধিকাংশ দৃশ্যের শুটিং।
এর আগে দস্যুরানীকে নিয়ে সিনেমা বানিয়েছিলেন নির্মাতা দীনেন গুপ্ত। সেখানে দেবী চৌধুরাণী হয়েছিলেন মহানায়িকা সুচিত্রা সেন।
পুরনো খবর