“প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি আবারও একটা রহস্য নিয়ে আসছে। হাফ সেঞ্চুরি করে ফেললাম। আমি নিশ্চিত দর্শক নিরাশ হবেন না।”
Published : 07 Dec 2023, 08:23 PM
কৌশিক গাঙ্গুলি পরিচালিত ‘অযোগ্য’ সিনেমার মধ্য দিয়ে সিনেমায় 'হাফ সেঞ্চুরি' পার করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
বুধবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে 'অযোগ্য' সিনেমার প্রথম পোস্টার।
পোস্টারে নায়ক-নায়িকার মুখ দেখা যাচ্ছে না। বোঝা যাচ্ছে সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে রয়েছেন দুজনে।
তবে ঋতুপর্ণা সিনেমা নিয়ে বিস্তারিত বলতে রাজি নন। আনন্দবাজারকে তিনি বলেন, “পরিচালকের নিষেধ আছে। সিনেমা গল্প সম্পর্কে আমি কিছুই বলতে পারব না।
"তবে এটা বলতে পারি, প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি আবারও একটা রহস্য নিয়ে আসছে। হাফ সেঞ্চুরি করে ফেললাম। আমি নিশ্চিত দর্শক নিরাশ হবেন না।”
প্রসেনজিৎও উচ্ছ্বাস নিয়ে বলেছেন, “হাফ সেঞ্চুরি বলে কথা। এই ভার বহন করার জন্য একটা সঠিক কাঁধ দরকার ছিল। সেটা অবশ্যই কৌশিক।
"৫০তম সিনেমা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্যারিয়ারে। কথা দিচ্ছি, ভালো লাগবে। অপেক্ষা করে আছি সকলের প্রতিক্রিয়ার।”