‘উইশ’ সদস্যরা বলেছেন, বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার স্বপ্নে পশ্চিমের ব্যান্ড ‘স্পাইস গার্লস’ ও ‘লিটল মিক্স’ তাদের অনুপ্রেরণা।
Published : 24 Mar 2024, 01:17 PM
‘কে-পপ’, ‘জে-পপ’ এর পর এবার ‘আই-পপ’ নিয়ে আবির্ভূত হয়েছে ভারতীয় চার তরুণীর ব্যান্ড দল ‘উইশ’, যারা ভারতের গান নিয়ে পৌঁছাতে চান বিশ্বমঞ্চে।
উইশ (ডব্লিউ.আই.এস.এইচ) এর চার সদস্য হলেন রি, জো, সিম এও সূচি। তাদের মধ্যে রি ও সিম দুই বোন।
বিবিসি লিখেছে, ভারতে লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে এবং একালের শ্রেয়া ঘোষালদের মত শিল্পীরা একক নারী শিল্পীর জনপ্রিয়তা পেয়েছেন। পাশাপাশি ‘নুরাস সিস্টার্স’দের মত সংগীত জুটিও পাওয়া গেছে। কিন্তু ভারতীয় পপ গানের ইতিহাসে নারী ব্যান্ড দল হাতে গোণা। সেই হিসেবে ভারতীয় নারীদের প্রথম মূলধারার ব্যান্ড হিসেবে আন্তর্জাতিক পর্যায়ে যাত্রা করেছে ‘উইশ’।
সনি মিউজিক এন্টারটেইনমেন্টের তত্ত্বাবধানে ‘উইশ’ গড়ে তুলেছেন সংগীত প্রযোজক মাইকি ম্যাকক্লেরি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যান্ডটির আত্মপ্রকাশ ঘটে। অবশ্য প্রস্তুতি চলছে গত দুই বছর ধরে।
ম্যাকক্লেরি বলেন,” ভারতীয় সংগীত শিল্প অনেক সমৃদ্ধ। তবে ভারতে নারীদের গানের দল নেই বললেই চলে। সেই জায়গা থেকেই দলটি করেছি। “
বিবিসি এশিয়ান নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে জো বলেন, ভারতের সংগীত জগতে তারা পরিবর্তন আনার লক্ষ্য নিয়ে কাজ করছেন।
এছাড়া বন্ধুত্ব ও নারীর ক্ষমতায়নের মত ইতিবাচক বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে ‘উইশ’কে গানের দুনিয়ায় শীর্ষ স্থানে দেখতে চান তারা।
গত ১ মার্চ মুক্তি পেয়েছে ‘উইশ’ এর প্রথম গান ‘লাজিজ’। ‘উইশ’ এর ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও আসার পর তিন সপ্তাহে ৪৩ লাখের বেশি বার দেখা হয়েছে। গানের সঙ্গে শিল্পীদের নাচেরও প্রশংসা হচ্ছে।
‘লাজিজ’ (এই শব্দের অর্ধ সুস্বাদু) গানটি নিয়ে জো বলেন, “এই গানটি আধুনিক নারীদের যাপিত জীবনকে উদযাপন করার পাশাপাশি নিজেকে ভালোবাসার উৎসাহ যোগায়। এটি আমার এবং আমাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ।“
জো বলেন, “নিজেদের কেবল শিল্পী হিসেবে নয়, মানুষ হিসেবে গড়ে তুলতে চাই। চারজন মিলে কিছু একটা করার চেষ্টা করছি। এবং কাজটি করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ।“
জো আশা করছেন, ‘উইশ’ এর হাত ধরে ‘আই-পপ’ আন্তর্জাতিক মহলেও খ্যাতি কুড়াবে।
"আমরা ‘উইশ’ নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করতে চাই এবং সবখানেই আমাদের গান শোনাতে চাই।"
এই দলের প্রথম সদস্য এবং দলনেতা রি বলেন, ‘উইশ’ এবং প্রথম গান ‘লাজিজ’ নিয়ে এখন পর্যন্ত দর্শক-শ্রোতাদের কাছ থেকে দারুণ সাড়া মিলেছে।
“কদিন হল আমাদের প্রথম গান মুক্তি পেয়েছে, এরইমধ্যে আমাদের অনেক ভক্ত হয়েছেন। ‘লাজিজ’ মুক্তির পর মানুষের মন্তব্য এবং উচ্ছ্বাস দেখে বোঝা গেছে, ভারত এরকম কিছুর অপেক্ষায় ছিল।“
তাদের দেখে আরও তরুণীরা ব্যান্ড গড়তে উৎসাহী হলে তবেই তাদের যাত্রা স্বার্থক হবে বলে মনে করেন রি।
“কিছু করতে চাইলে নিজের প্রতি বিশ্বাস ধরে রাখতে হবে। তাহলে মন যা করতে চায়, সেটি করা সম্ভব হয়।“
নিজেদের প্রতিষ্ঠিত করতে কিছুটা চাপ অনুভব করছেন জানিয়ে জো বলেন, "আমাদের প্রতি মানুষের প্রত্যাশা বুঝতে পারছি। কাজের মানদণ্ড তৈরির তাগিদও অনুভব করছি। নতুন ধারা তৈরি করতে পারলে সেটি আমাদের ভালোই লাগবে।“
দলের সদস্যরা কে কেমন ব্যক্তিত্বের, তা জানিয়ে সিম বলেন. “আমাদের দলের বস রি। দলনেতা হওয়ার সব যোগ্যতা নিয়ে তিনি জন্মেছেন। জো মিষ্টি এবং শান্ত স্বভাবের। আর আমি এবং সূচি কিছুটা চঞ্চল। তবে আমি আর আমার বোন রি যে একসঙ্গে কাজ করছি- এটাও দারুণ ব্যাপার।“
সুচির ভাষায়, এই মুহূর্তে ‘উইশের’ বসবাস ‘স্বপ্নরাজ্যে’।
“গানকে উপভোগ করছি আমরা, তাই ইদানিং জীবনের ভালো দিকটাই বেশি চোখে পড়ছে আমাদের। বলতে পারেন সময় এখন আমাদের।“
‘উইশ’ সদস্যরা বিবিসিকে বলেছেন, বিশ্বমঞ্চে জায়গা করে নেওয়ার স্বপ্নে পশ্চিমের ব্যান্ড ‘স্পাইস গার্লস’ ও ‘লিটল মিক্স’ তাদের অনুপ্রেরণা। পাশাপাশি জনপ্রিয় কে পপ দল ‘বিটিএস’ এর গানের ভক্ত তারা।
রি, জোদের ইচ্ছা আছে আগামীতে বিটিএসের সঙ্গে জুটি বেঁধে কাজ করার।
রি বলেন, “আমরা চার মেয়ে আর বিটিএস থেকে যদি চারজন আসতে পারেন, তাহলে জোট বেঁধে গান করা যেতে পারে।“