Published : 22 Jun 2023, 01:40 PM
পাঞ্জাবী শিল্পী সিধু মুসেওয়ালাকে হত্যার ঘটনায় অভিযুক্ত লরেন্স বিষ্ণোইয়ের সহযোগী গোলডি ব্রারের কাছ থেকে খুনের হুমকি পেলেন ভারতীয় র্যাপার হানি সিং।
এনডিটিভি বলেছে, সম্প্রতি প্রাণনাশের হুমকিতে ভীত হানি সিং দিল্লির পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যেই তার তদন্ত শুরু করেছে।
এ র্যাপতারকা বলেন, “আমি ভয়ে আছি, আমার গোটা পরিবার ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। মৃত্যুকে কে না ভয় পায়? এই প্রথম আমি মৃত্যুর হুমকি পেয়েছি। আমি শ্রোতাদের কাছ থেকে এতকাল শুধু ভালোবাসাই পেয়ে এসেছি।”
হানি আরও জানান, তিনি এবং তার কর্মীরা আন্তর্জাতিক নম্বর থেকে ফোন পেয়েছেন, যিনি নিজেকে গোলডি ব্রার বলে দাবি করেছেন।
“আমি সব তথ্যপ্রমাণ দিল্লি পুলিশের কমিশনারকে দিয়েছি। আমি তাদের কাছে নিজের নিরাপত্তা ও পুরো বিষয়টি তদন্ত করার অনুরোধ জানিয়েছি। আমি বড্ড বিক্ষিপ্ত এখন।”
গত বছর পাঞ্জাবের মনসা জেলায় গুলি করে খুন করা হয় পাঞ্জাবি গায়ক ও কংগ্রেস নেতা সিধু মুসেওয়ালাকে। ওই হত্যার দায় স্বীকার করে ফেইসবুকে পোস্ট গোলডি বলেছিলেন, অন্য এক গ্যাংস্টারের হত্যার প্রতিশোধ নিতে এই হত্যার ফাঁদ পাতা হয়েছিল।
‘হিসাব’ মেটাতে সালমানকে মুখোমুখি চায় গ্যাংস্টার গোল্ডি
গত বছরের শেষের দিকে যুক্তরাষ্ট্রে গোলডির আটক হওয়ার খবর মিললেও ইন্টারপোল-অটোয়ার ফিউজিটিভ অ্যাপ্রেহেনশন সাপোর্ট টিম মে মাসে কানাডার শীর্ষ ২৫ ‘মোস্ট ওয়ান্টেড’ পলাতকদের তালিকায় গোলডির নাম যুক্ত করেছে।
তারা একটি বিবৃতিতে জানিয়েছে, গোলডি বর্তমানে কানাডায় আছেন, যা জনগণের জন্য হুমকি ডেকে আনতে পারে।