“দেখুন, বয়সও বাড়ছে। তাই আপাতত একটু বিরতি নিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে আর কোনও দিন অভিনয় করব না।’’
Published : 03 May 2023, 12:18 PM
অভিনয় থেকে বিদায় নয়, আপাতত বিরতিতে আছেন বলে জানিয়েছেন ‘ফেলুদা’ চরিত্রকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া কলকাতার অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
গত জানুয়ারিতে ঢাকায় এসে সব্যসাচী তার অভিনয় জীবন নিয়ে যা বলেছিলেন, সেটার ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
আনন্দবাজারকে সব্যসাচী বলেন, “দেখুন, বয়সও বাড়ছে। তাই আপাতত একটু বিরতি নিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে আর কোনও দিন অভিনয় করব না।’’
বাংলা, হিন্দি, তামিল মিলিয়ে একশর কাছাকাছি সিনেমায় অভিনয় করা সব্যসাচীর ‘অবসর’ নিয়ে কথার সূত্রপাত বাংলাদেশে। চলচ্চিত্র উৎসবে যোগ দিতে জানুয়ারিতে ঢাকায় এসেছিলেন তিনি। ওই উৎসবের উদ্বোধনী দিনে সব্যসাচী অভিনীত ‘জেকে-৭১’ সিনেমাটি দেখানো হয়।
সে সময় সত্যজিৎ রায়ের ‘ফেলুদা’ খ্যাত সব্যসাচী সাংবাদিকদের বলেছিলেন, “আমার সময় শেষ। এখন রিটায়ার্ড। এখন অবসরপ্রাপ্ত।
“আমার কাছে অনেক ছবিরই প্রস্তাব আসছে। সবাইকে না বলে দিয়েছি। আর কাজ করব না। আমার সময় শেষ।”
সব্যসাচীর ওই বক্তব্যে তখন তোলপাড় উঠেছিল ঢাকা-কলকাতায় তার ভক্ত অনুরাগীদের মাঝে। সোশ্যাল মিডিয়াতেও দুঃখ-হতাশা প্রকাশ করেছিলেন অনেকে।
কেন বিরতি চাইছেন প্রশ্নে সব্যসাচীর অকপট উত্তর, “আমি ক্লান্ত। দুইবার করোনায় আক্রান্ত হয়ে খুবই কাহিল হয়ে পড়েছি।”
ঢাকায় বলা তার কথাগুলো সম্পর্কে জানতে চাইলে এই অভিনেতা বলেন, কিছুটা বিরক্ত হয়েই ওই উত্তর (অভিনয় থেকে অবসর নেওয়ার) দিয়েছিলেন তিনি।
“আমার পরের ছবি নিয়ে লাগাতার প্রশ্ন করা হচ্ছিল। জানি না বলায় প্রশ্ন এল, আমি অবসর নিচ্ছি কি না। আমিও বললাম, তা হলে তাই। আসলে তাদের প্রশ্নে একটু বিরক্ত হয়েই আমি ও রকম উত্তর দিই। আমার বক্তব্যের ভুল ব্যখ্যা করা হয়েছে।”
অবসর জীবনটা কেমন কাটাবেন? ঢাকার সাংবাদিকদের এমন প্রশ্নে সব্যসাচী বলেছিলেন, “এতদিন অন্যের জন্য কাজ করেছি। এখন শুধুই নিজের জন্য কাজ করব।খাওয়া, ঘুমানো, বই পড়া, টিভি দেখা, খেলা দেখা, এগুলোতে ব্যস্ত থাকব।”
একজন শিল্পী শিল্প ছেড়ে দূরে থাকতে পারে কি না– সেই প্রশ্নে সব্যসাচীর ভাষ্য ছিল, “আমি শিল্পী আপনাকে কে বলল? আমি মিস্ত্রি, জোর করে আমাকে শিল্পী বানানো হয়েছিল। আমি আগাগোড়া একজন মিস্ত্রি ছিলাম। আমার কাজ ছিল হাতুড়ি, ছেনি, স্ক্রু ড্রাইভার... এগুলো নিয়ে। সেখান থেকে জোর করে আমাকে অভিনেতা বানানো হয়েছে।”
ওই কথাগুলোর ব্যাখ্যায় সব্যসাচী আনন্দবাজারকে এবারে বলেন, “মেনে নিচ্ছি আমি কাজ কমিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে, অবসর নিয়েছি। ধরা যাক, আমাকে চা দেওয়ার পর বললাম যে এখন চা খাব না। তার মানে কি আমি চা খাওয়া ছেড়ে দিলাম?’’
আরও পড়ুন-
‘আমার সময় শেষ’, বললেন সব্যসাচী
ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু
‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ গণ্ডি
এবার ঢাকায় সব্যসাচী-সুবর্ণার ‘গণ্ডি’
চেহারার জন্য কেউ এমন চরিত্রে ডাকেনি: সব্যসাচী
ফেলুদার পর এবারই বাংলাদেশের ছবির সেটে জন্মদিনের কেক কাটলাম- সব্যসাচী চক্রবর্তী
আমি ফেলুদা নই: সব্যসাচী চক্রবর্তী