কেউ কেউ বলছেন ‘আনফলো নাটক’ করে নতুন কৌশলে ‘ফাইটার’ প্রচারে নেমেছেন দীপিকা ও আনন্দ।
Published : 15 Jan 2024, 06:57 PM
ঠিক দশদিন পর মুক্তি পাচ্ছে বলিউডের আরেকটি অ্যাকশন সিনেমা ‘ফাইটার’। যে সিনেমা দিয়ে ফের সামনে আসছেন নির্মাতা-নায়িকা জুটি সিদ্ধার্থ আনন্দ এবং দীপিকা পাড়ুকোন। তবে সিনেমা মুক্তির আগে এই দুজনের একটি ‘দ্বন্দ্ব’ প্রকাশ্যে এসেছে।
সেটি হল ‘ফাইটার’ মুক্তির আগে আনন্দ ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছেন দীপিকাকে।
নিউজ এইট্টিন লিখেছে, সোশাল মিডিয়ার এই মাধ্যম থেকে আনন্দ কেন তার নায়িকাকে আনফলো করেছেন তা খোলাসা করেননি।
আনন্দ ইনস্টাগ্রামে মাত্র ২০ জনকে অনুসরণ করেন। সংক্ষিপ্ত এই তালিকায় আছেন শাহরুখ খান, হৃত্বিক রোশন, অনিল কাপুর, করণ সিং গ্রোভার এবং বিপাশা বসু।
আনন্দ এবং দীপিকার ‘আনফলো’র এই ঘটনা নিয়ে তাদের ভক্ত-অনুরাগীদের কেউ কেউ আবার বলছেন, দুজনের মধ্যে আসলে কোনো ধরনের ঝামেলা হয়নি। নতুন কৌশলে ‘ফাইটার’ প্রচারে নেমেছেন এই দুজন।
‘ফাইটার’ মুক্তি পাবে ২৫ জানুয়ারি। ঠিক এক বছর আগে এই দিনে মুক্তি পেয়েছিল এই নির্মাতারই সিনেমা ‘পাঠান’। ওই সিনেমায় শাহরুখের নায়িকা হয়েছিলেন দীপিকা।
অ্যারিয়াল অ্যাকশন ইউনিভার্সের প্রথম সিনেমা হতে চলেছে ‘ফাইটার’। এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবার জুটি বেঁধে আসতে চলেছেন হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন।
২০১৯ সালে ভারতের বিমানবাহিনীর যুদ্ধ নিয়ে ‘ফাইটার’ এর গল্প সাজিয়েছেন সিদ্ধার্থ। এটি হৃতিককে নিয়ে তার দ্বিতীয় সিনেমা। এর আগে এ অভিনেতা নিয়ে করেছিলেন ‘ওয়ার’।
বিমানযোদ্ধার বেশে হৃতিক রোশন এই সিনেমায় হাজির হবেন। তাকে শেষ পর্দায় দেখা গেছে ‘টাইগার থ্রি’র অতিথি চরিত্রে। তার আগে ‘বিক্রম বেদা’ সিনেমায় হৃতিকের অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল।
ফাইটার সিনেমার প্রথম গানে হৃত্বিক-দীপিকার ঝলক
হৃতিকের ‘ফাইটার’ নিয়ে হবে ব্যাপক প্রচার
‘ফাইটার’ সিনেমায় এই বলিউড তারকাকে ‘শামশের পাঠানিয়া’ চরিত্রে দেখা যাবে। এই সিনেমার জন্য হৃতিক ৫০ কোটি রুপি নিয়েছেন।
আর ‘ফাইটার’ সিনেমায় ‘মিনাল রাঠো’র রূপে আসতে চলছেন দীপিকা। তিনি নিয়েছেন ১৫ কোটি রুপি। এই সিনেমায় দীপিকে পাওয়া যাবে নানা ধরনের অ্যাকশনে।