সোশাল মিডিয়ায় টিজার আসবে সেটিও জানালেন নির্মাতা।
Published : 26 Nov 2023, 12:36 AM
বিমান বাহিনীর যুদ্ধের ছবি ‘ফাইটারকে’ বক্স অফিসে সফল করে তুলতে ব্যাপক প্রচারণায় নামার পরিকল্পনা নিয়েছেন নির্মাতা; ৫০ দিন প্রচার চালানোর প্রস্তুতি নিচ্ছেন তিনি।
এর মধ্যেই জানা গেল হৃত্বিক রোশান ও দীপিকা পাডুকোন অভিনীত অ্যাকশন নির্ভর এ সিনেমার পরবর্তী টিজার প্রকাশের তারিখও।
অক্টোবরে সিনেমার শুটিং শেষ হওয়ার পর থেকেই কথাবার্তা চলছিল টিজার প্রকাশের সম্ভাব্য তারিখ নিয়ে।
পিংকভিলা বলছে, সোশাল মিডিয়ায় ‘ফাইটার’ সিনেমার টিজার প্রকাশ পাবে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই; পাশাপাশি শুরু হবে ৫০ দিনের প্রচারণা। এমনই পরিকল্পনা নির্মার্তা সিদ্ধার্থ আনন্দের।
নির্ভরযোগ্য সূত্রের বরাতে তারা বলেছে, “বর্তমানে পোস্ট-প্রোডাকশন এবং সাউন্ড মিক্সিংয়ের কাজ চলছে। অ্যাকশন থ্রিলারটি দর্শকদের হয়তো এমন এক অভিজ্ঞতা দেবে, যা আগে কখনই তারা পাননি।”
ভারতের প্রথম এরিয়াল অ্যাকশন সিনেমা হতে চলেছে ‘ফাইটার’। চলতি বছর ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসে মুক্তি পেয়েছে ‘ফাইটার’ এর টিজার; যেখানে পুরোদস্তুর অ্যাকশন অবতারে উপস্থিত হয়েছেন হৃত্বিক, দীপিকা ও অনিল কাপুর।
ফাইটারই প্রথম বলিউড সিনেমা যেখানে আকাশে মারপিট হবে বলে ভারতীয় সংবাদমাধ্যমে খবর এসেছে। এ সিনেমায় একাধিক এরিয়াল স্টান্টও দেখতে পাবেন দর্শক।
২০১৯ সালে ভারতের বিমানবাহিনীর যুদ্ধ নিয়ে ‘ফাইটার’ এর গল্প সাজিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এটি হৃত্বিককে নিয়ে তার দ্বিতীয় সিনেমা। এর আগে এ অভিনেতা নিয়ে করেছিলেন ‘ওয়ার’।
আগামী ২৫ জানুয়ারি ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবসের মুক্তি পাবে ‘ফাইটার’।