প্রতীক্ষার পালা শেষ হয়েছে, রোমান্টিক এই কমেডির টিজার প্রকাশ হয়েছে, মুক্তি পাচ্ছে আসছে জুলাইয়ে।
Published : 07 Apr 2023, 12:36 AM
এক ঝাঁক তারকাকে নিয়ে বিশ্বের সবচাইতে জনপ্রিয় পুতুলটি সিনেমায় আসতে যাচ্ছে, যা নিয়ে ইন্টারনেট জগতে চলছে তুমুল আলোচনা।
‘বার্বি’ সিনেমাটি নির্মাণের ঘোষণা এসেছিল ২০১৭ সালে। কিন্তু অভিনয়শিল্পী বদলেছে বেশ কয়েকবার, আরও নানা কারণে নির্মাণ হয়েছে দীর্ঘায়িত।
প্রতীক্ষার সেই পালা শেষ হয়েছে, রোমান্টিক এই কমেডির টিজার প্রকাশ হয়েছে, মুক্তি পাচ্ছে আসছে জুলাইয়ে।
টিজার প্রকাশের পর থেকে যে বার্বিকে নিয়ে চলছে আলোচনা, সেই বার্বির আদ্যোপান্ত উঠে এসেছে বিবিসির এক প্রতিবেদনে।
বার্বিতে রয়েছেন কে কে?
হলিউডের কোন কোন তারকাকে বার্বিতে দেখা যাবে, তা বলার চেয়ে সহজ হবে কে কে নেই, তা বলা।
মার্গট রোবি ও রায়ান গসলিং তারা দুজন হয়ত বার্বি ও কেইন হিসেবে মূল চরিত্রে থাকবেন, কিন্তু এখানেই শেষ নয়; ফ্যাশন পুতুলের জগতে রয়েছে শত শত বার্বি।
যেমন সিনেমায় মার্কিন পপ তারকা ডুয়া লিপা ‘মারমেইড বার্বি’ চরিত্রে অভিনয় করেছেন। নিকোলা কফলানকে ‘কূটনীতিক বার্বি’ চরিত্রে দেখা যাবে। আনা ক্রুজ কেইন আসবেন ‘বিচারপতি বার্বি’ হয়ে। এছাড়া ‘ইনসিকিউর’ খ্যাত ইসা রে অভিনয় করেছেন ‘প্রেসিডেন্ট বার্বি’র চরিত্রে। এমা ম্যাকিকে দেখা যাবে ‘পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বার্বি’র চরিত্রে।
সিনেমায় আরও দেখা যাবে এমারেল্ড ফেনেল, স্কট ইভান্স, কিংসলে বেন-আডির, কেইট ম্যাককিনন, মাইকেল সেরা,আমেরিকা ফেরেরা, কনর সুইনডেলসকে।
আর ধারা বর্ণনা শোনা যাবে ডেম হেলেন মিরেনের কণ্ঠে।
বানিয়েছেন কে?
আইইকনিক ডল স্টোরি ‘বার্বি’কে সিনেমায় রূপ দিয়েছেন অস্কার মনোনীত মার্কিন পরিচালক গ্রেটা গেরউইগ। ৩৯ বছর বয়সী এই নির্মাতা ‘লেডি বার্ড’ সিনেমার জন্য সেরা পরিচালকের অস্কার মনোনয়ন পেয়েছিলেন।
এছাড়া ২০১৯ সালে ‘লিটল উইমেন’র রিমেক পরিচালনা করে দ্বিতীয়বারের মতো মনোনীত হয়েছিলেন সেরা পরিচালকের বিভাগে। গেরউইগ নিজেও অভিনেত্রী হিসেবে জনপ্রিয়। ‘ফ্রান্সেস হা’, ‘টুয়েন্টিনথ সেঞ্চুরি উইমেন’ ও ‘হোয়াইট নয়েজ’র মতো সিনেমায় অভিনয় করে দর্শক জনপ্রিয়তা পান এ অভিনেত্রী।
তবে গেরউইগ বার্বি জগতে প্রবেশ করেন নির্মাতা নোয়া বাউম্বাশের সঙ্গে যৌথ উদ্যোগে ‘বার্বি’র চিত্রনাট্য রচনার মধ্যদিয়ে।
ট্রেইলার ভাইরাল হওয়ার কারণ
সোশাল মিডিয়ায় বার্বি চরিত্রগুলোর পোস্টার হাস্যকর মিমের সঙ্গে প্রকাশ পাওয়ায় ট্রেইলারটি জোরালভাবে ভাইরাল হয়। ফিল্ম স্টুডিও ওয়ার্নার ব্রাদার্স একটি ওয়েবসাইট তৈরি করেছিল, যা টিজার ট্রেইলার প্রকাশের সঙ্গে সঙ্গে সিনেমার পোস্টারগুলোতে ভক্তদের যুক্ত হওয়ার সুযোগ করে দেয়। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটার ব্যবহারকারীরা বার্বির মজার চরিত্রগুলো নিয়ে ভালোই মজেছেন।
কেন এত দেরি?
বার্বি নির্মাণের পরিকল্পনা বহু আগে থেকে চললেও শিল্পী নির্বাচনসহ নানা কারণে সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। শুরুতে বার্বির প্রধান ভূমিকার জন্য কৌতূক অভিনেত্রী ‘অ্যামি শুমার’র কথা ভেবেছিলেন নির্মাতারা। ২০১৭ সালে শিডিউল সংক্রান্ত কিছু জটিলতা দেখা দিলে তিনি বাদ পড়ে যান।
সেসময় শুমার বলেছিলেন, “আমি বার্বিকে বড় পর্দায় দেখার জন্য উন্মুখ হয়ে আছি।” পরবর্তী সময়ে অ্যান হ্যাথাওয়েকে নেওয়ার গুঞ্জনও ছড়িয়েছিল। শেষমেষ মার্গট রোবিই নির্বাচিত হোন।
রোবি একটি বিবৃতিতে বার্বি সম্পর্কে বলেছিলেন, “এই ভূমিকাটির জন্য নির্বাচিত হয়ে আমি ভীষণ সম্মানিত বোধ করছি। আমি বিশ্বাস করি, সিনেমাটি শিশুদের উপর অত্যন্ত ইতিবাচক প্রভাব ফেলবে। শিশুদের আত্মবিশ্বাসী ও কৌতূহলী করে তুলবে।”
প্রযোজকেরা প্রাথমিকভাবে সিনেমা পরিচালনার দায়িত্ব দিতে চেয়েছিলেন অ্যালেথিয়া জোনসকে। ওয়ান্ডার ওম্যান পরিচালক প্যাটি জেনকিন্সও সেসময় আলোচনায় এসেছিলেন। শেষ পর্যন্ত ২০২১ সালের জুলাইয়ে গেরউইগের কাঁধেই বার্বির দায়িত্ব বর্তায়।
কবে আসছে?
যুক্তরাষ্ট্রের ম্যাটেল কোম্পানির তৈরি করা মেয়ে পুতুল বার্বিকে ঘিরে অনেকগুলো খেলনা উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য ‘বার্বি ওয়ার্ল্ড’ও তৈরি করা হয়েছে। আর এই বার্বি পুতুলকে কেন্দ্র করেই ওয়ার্নার ব্রোস ও ম্যাটেলের যৌথ প্রযোজনায় নির্মাণ করা হয়েছে ‘বার্বি’ সিনেমাটি। ম্যাটেল এর আগেও বার্বির অ্যানিমেটেড সংস্করণ তৈরি করেছে। লাইভ-অ্যাকশন এই সিনেমাটি এখন পর্যন্ত সবচেয়ে সফল বার্বি মুভি বলে বিবিসি জানিয়েছে।
আসছে ২১ জুন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গ্রেটা গারউইগ পরিচালিত ‘বার্বি’।