Published : 05 Apr 2023, 11:34 PM
এত কম সময়ের মধ্যে এতগুলো ‘বার্বি’! ভিডিও ট্রেইলারের দৈর্ঘ্য দুই মিনিটেরও কম, অথচ অগুনতি ‘বার্বি’।
সিএনএন জানায়, মঙ্গলবার ওয়ার্নার ব্রাদার্সের নতুন সিনেমা ‘বারবি’র ট্রেইলার প্রকাশ করা হয়েছে। এখানে মূল বার্বি চরিত্রে অভিনয় করছেন হলিউডের অন্যতম পরিচিত মুখ মার্গট রোবি। অন্য বার্বিদের মধ্যে আছেন সংগীত তারকা ডুয়া লিপা এবং আরেক হলিউড তারকা ইসা রে।
‘বার্বি’ একটি পুতুলের নাম, তা সবারই জানা। যুক্তরাষ্ট্রের ম্যাটেল কোম্পানির তৈরি করা এই মেয়ে পুতুলটি শিশুদের কাছে দারুণ পছন্দের একটি খেলনা।
এই বার্বিকে ঘিরে অনেকগুলো খেলনা উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য ‘বার্বি ওয়ার্ল্ড’ও তৈরি করা হয়েছে। আর এই বার্বি পুতুলকে কেন্দ্র করেই নির্মাণ করা হয়েছে ‘বার্বি’ সিনেমাটি।
গ্রেটা গেরউইগ পরিচালিত এই সিনেমায় আরও আছেন হলিউড তারকা রায়ান গসলিং। সিনেমার অনেকগুলো ‘কেন’ চরিত্রের মধ্যে অন্যমত ‘কেন’ তিনি।
ট্রেইলারে দেখা গেছে সিনেমার পুরো সেট ‘বার্বি ওয়ার্ল্ডে’র অনুকরণে তৈরি করা হয়েছে। গোলাপি রংয়ের এই পৃথিবীতে বারবির কনভারটিবল গাড়ি, ড্রিম হাউজ সবই রয়েছে। বারবি আর কেনের প্রেম ঘিরে গল্প এগিয়েছে।
আসছে ২১ জুন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বার্বি’।