Published : 12 May 2023, 11:03 AM
রোজার ঈদে ‘লোকাল’ মুক্তির মাস না পেরোতেই ঢাকার নায়ক আদর আজাদের নতুন সিনেমার ঘোষণা এসেছে। এবার কলকাতার অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে জুটি বাঁধছেন আজাদ।
আদর আজাদ গ্লিটজকে জানান, বুধবার ছিল তার জন্মদিন। ওইদিন পরিচালক কামরুজ্জামান রুমান তাকে এবং দর্শনাকে একসঙ্গে রেখে ‘লিপস্টিক’ নামের নতুন সিনেমার ঘোষণা দেন।
আদর আজাদ বলেন, "জন্মদিনে নতুন সিনেমার ঘোষণা দিয়ে পরিচালক কামরুজ্জামান রুমান ভাই আমাকে চমকে দিয়েছেন। এটা ভীষণ ভালো লাগার। জন্মদিনে অনেক রকম গিফট পেয়েছি। কিন্তু এই গিফটি আমার কাছে অন্যরকম স্পেশাল।"
জন্মদিন কেমন কেটেছে জানতে চাইলে আদর আজাদ বলেন, "পরিবারের সাথেই কেটেছে। সবাই শুভেচ্ছা জানিয়েছে। সিনেমার লোকজন আমাকে শুভেচ্ছা জানিয়েছেন। সব মিলিয়ে ভালোয় কেটেছে।"
পরিচালক কামরুজ্জামান রুমান বলেন, "সবকিছু বিবেচনায় আমার সিনেমায় আদর আজাদকে মনে হয়েছে পারফেক্ট। আগে থেকেই আলাপ চলছিল। জন্মদিনে সিনেমার ঘোষণা দিয়ে মূলত আমরা নায়ককে নতুন সিনেমা উপহার দিলাম।"
নির্মাতা রুমান জানিয়েছেন, স্মর্টি মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘লিপস্টিক’ এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু।
দর্শনা বণিক এর আগে শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করেছেন। সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
‘লিপস্টিক’ সিনেমার শুটিং কবে শুরু হবে জানতে চাইলে আজাদ বলেন, "আগামী জুলাইয়ে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। সেভাবেই পরিকল্পনা সাজানো হচ্ছে।"