তবে রাজ ফের সংসারে ফিরেছেন কি না, বা পরীমনিও ‘সব ভুলে’ তার সঙ্গে এক ছাদের নিচে থাকছেন কী না সে বিষয়ে দুজনের কেউই কোনো কথা বলেননি।
Published : 11 Jun 2023, 01:01 PM
বাকবিতণ্ডা, পাল্টাপাল্টি হুমকি-ধামকি এবং একে অপরকে ছেড়ে আলাদা বসবাসের ঘোষণা- ঘটনাবহুল এমন সময়ের মধ্যেই একসাথে দেখা গেল ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি পরীমনি ও শরীফুল রাজকে।
সন্তান রাজ্যকে ঘিরে ঘরোয়া এক আয়োজনে এক হয়েছিলেন দুজনে। তবে রাজ ফের সংসারে ফিরেছেন কিনা, বা পরীমনিও সব ভুলে তার সঙ্গে এক ছাদের নিচে থাকছেন কিনা, তার কোনো আভাস কেউই দেননি।
রোববার এই দম্পতির প্রথম সন্তান রাজ্যর দশমাস পূর্ণ হয়েছে। সে উপলক্ষে পরীমনি তার ফেরিফায়েড ফেইসবুক পেইজে ঘরোয়া আয়োজনের একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওতেই দেখা যায় রাজ্য এবং পরীমনির সঙ্গে রয়েছেন শরিফুল রাজ। রাজ ও পরীমনিকে পাশাপাশি বসে বেশ হাসিখুশি মেজাজেও দেখা যায়। সঙ্গে ছিলেন পরীমনির নানাও।
ভিডিওর ক্যাপশনে হাসির ইমোজি দিয়ে নায়িকা লিখেছেন, “মাসের দশ তারিখটা আমাদের জন্য খুব স্পেশাল! ব্যাস এতটুকুই…”
ভিডিওতে পরীমনি ও রাজকে কথা বলতে দেখা না গেলেও, একবার পরীমনি রাজের দিকে তাকিয়ে হেসে কথা বলেন। যদিও সেই কথাটি ছিল ছেলের উদ্দেশে বলা একটি বাক্য।
পরীমনি-রাজের সাংসারিক ঝুটঝামেলা অন্দরের বাইরে প্রথম আসে গত বছর; এমনকি বছরের শেষ দিনটিতেও ‘বিচ্ছেদের’ ইঙ্গিত দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়েছিলেন পরীমনি।
তবে তাদের টানাপড়েনের একেবারেই সাম্প্রতিক ঘটনায় নায়ক শরীফুল রাজের সোজাসাপ্টা কথা ছিল, আপাতত অফিসিয়াল ডিভোর্সের পথে না হাঁটলেও সংসারে তিনি আর ফিরবেন না। তবে যেকোনো সময় যেকোনো পরিস্থিতিতে তিনি ছেলেকে দেখতে যাবেন।
আর সাতদিন আগেই পরীমনির ঘোষণা ছিল, ২৪ ঘণ্টার মধ্যে রাজের কাছে ডিভোর্স চান তিনি। এও বলেছিলেন, বাচ্চার দায়িত্ব একজনের উপরে চাপিয়ে দিয়ে ঘুরে বেড়াবে রাজ, সেটা হয়না।
সাম্প্রতিক সমস্যার শুরু গত ৩০ মে। ওইদিন রাজের ফেইসবুক আইডি থেকে কয়েকটি ভিডিও এবং ছবি প্রকাশ হয়। সেগুলো কিছুক্ষণ পর মুছে দেওয়া হলেও ততক্ষণে ছড়িয়ে পড়ে নানা মাধ্যমে।
ওই ভিডিও এবং ছবিতে অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল,তানজিন তিশা এবং অভিনেত্রী নাফিজা তুষি দেখা গিয়েছিল। তাদের ‘অসংলগ্ন’ কথা সোশাল মিডিয়ায় তুমুল আলোচনার খোরাক জোগায়।
ভিডিওর বিষয়ে রাজ বা সুনেরাহর কেউই অস্বীকার করেননি। সুনেরাহর ভাষ্য হল, ওই ভিডিও পাঁচ বছর আগের, যখন তিনি এবং রাজ তাদের প্রথম সিনেমা ‘ন ডরাই’ এর শুটিং করছিলেন।
ফাঁস হওয়া ওই ভিডিও ফাঁসের বিসয়ে সুনেরাহ অভিযোগের আঙুল তুলেছেন পরীমনির দিকে। অন্যদিকে পরীমনি অভিযোগের আঙুল তুলেছেন সুনেরাহর দিকে। এবং শোনা যায় সংসার ছেড়ে রাজ বেরিয়ে গেছেন।
এরপর একটি সংবাদমাধ্যমের লাইভ শোতে পরপর আসেন রাজ এবং পরীমনি। সেখানে তারা তাদের মত করে পরিস্থিতির ব্যাখা দেন। পারস্পরিক ‘দোষারোপ’ ছাড়াও নিজেদের দাম্পত্য জীবন নিয়েও সিদ্ধান্ত জানিয়ে দেন তারা।
ওই লাইভে ফাঁস হওয়া ভিডিও ও ছবি নিয়ে রাজ বলেছিলেন, ওই ভিডিওর অভিনেত্রীরা তার ঘনিষ্ঠ বন্ধু, এবং যে বন্ধুত্বের বয়স ১০ থেকে ১৫ বছর। ৫ বছর আগের ভিডিও ছড়িয়ে কে কি প্রমাণ করতে চায় সেটি তার জানা নেই।
তাহলে ফেইসবুকের পাসওয়ার্ড জানা কেউ কাজটি করেছেন কী না প্রশ্ন করলে রাজ বলেন, “এমন অ্যাকসেস নেওয়ার মত মানুষ আছেন। কিন্তু আমি তার নাম প্রকাশ করতে চাই না।“
এর উত্তরে পরদিন লাইভ শোতে গিয়ে পরীমনি বলেছিলেন,, “ভিডিও ফাঁসের বিষয়ে তিনি আগে যাকে ইঙ্গিত করেছিলেন, তাকে এখনও সন্দেহ করছেন। কিন্তু তার সাথে যোগ হয়েছে রাজের বন্ধুমহল। কয়েকজন মিলে এই কাজটি করেছেন।”
লাইভ অনুষ্ঠানে দুজনের কাছেই একাধিকবার জানতে চাওয়া হয়েছিল, ছেলে রাজ্যর দিকে তাকিয়ে তারা নতুন করে সংসার শুরু করতে পারেন কী না।
দুজনেই একবাক্যে ‘না’ করে দেন।
তবে একমাত্র সন্তান রাজ্যই তাদের মনোযোগের কেন্দ্রবিন্দু হওয়া উচিত বলেও মন্তব্য করেছিলেন রাজ।
২০২১ সালে ১৭ অক্টোবর পারিবারিক আয়োজনে বিয়ে করেন রাজ ও পরীমনি। চলচ্চিত্র অঙ্গণে এ নিয়ে অনেক আলোচনাও হয়; মামলায় জড়িয়ে খবরের শিরোনাম হওয়ার মধ্যে বছরের আলোচিত বিয়েও ছিল সেটি। এরপরের বছর ১০ অগাস্ট পরীর ঘরে জন্ম নেয় পূত্র সন্তান।
ছেলে হওয়ার পর থেকে প্রতিমাসের ১০ তারিখে কেক কেটে দিনটি উদযাপন করে সেই ছবি ফেইসবুকে দিয়ে থাকেন পরীমনি।
কখনও সেই সব ছবিতে রাজ ও পরীমনি দুজনকে একসঙ্গে পাওয়া গেছে, কখনওবা পরীমনি একাই ছেলেই নিয়ে তারিখটি উদযাপন করেছেন।
২৪ ঘণ্টার মধ্যে ‘ডিভোর্স’ চান পরীমনি
‘লাইভে’ এসে রাজের সব কথার উত্তর দেবেন পরীমনি
ঝড় পেরিয়ে ‘রাজ্য’ পেলেন রাজ-পরী
নতুন ছবি দিলেন পরীমনি, সঙ্গে কি বার্তাও?
বিচ্ছেদের ইঙ্গিত দিয়ে পরীমনির ফেইসবুক পোস্ট
বিছানায় রক্তের ছোপ, সংবাদ সম্মেলনে আসছেন পরীমনি