Published : 27 Nov 2023, 07:37 PM
সাবেক স্ত্রী পিয়া চক্রবর্তীর বিয়ের খবর প্রকাশ্যে আসার পর থেকেই সোশাল মিডিয়ায় মন খারাপের পোস্ট শেয়ার করছেন সিংগীত শিল্পী অনুপম রায়।
আনন্দবাজার জানিয়েছে, সোমবার ছাদনাতলায় চারহাত এক হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর। সেই আয়োজনে জাঁকজমক থাকছে না, নিমন্ত্রিতের তালিকাও খুব ছোট।
দুই পরিবারের স্বজন ও কাছের মানুষদের নিয়ে বিয়েটা সারতে চাইছেন দুজনে। এমনকি ফিল্ম পাড়ার লোকজনও নিয়মন্ত্রণ পাচ্ছে না।
রোববার মধ্যরাতে খবরটা জানাজানি হলে অনুপম রাতের কলকাতার একটি ছবি তার ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেন।
সেই ছবির সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় গায়ক আহমেদ হাসান সানির গান ‘শহরের দুইটা গান'-এর লিরিকস দেন ক্যাপশনে। লেখেন, “এ শহর পারবে না ঠেকাতে জানি তোমার চলে যাওয়া।”
পোস্টে কোথাও পিয়ার নাম নেই, কিন্তু সোশাল মিডিয়া ব্যবহারকারীরা ঠিকই বুঝে নিয়েছেন কার উদ্দেশ্য লেখা ওই লাইন।
আরেকটি পোস্টে একটি বইয়ের ছবি পোস্ট করে স্মৃতি হাতড়াতে দেখা যায় অনুপমকে। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, “ভাত কাপড়ের ভাবনা এবং কয়েকটি আটপৌরে দার্শনিক প্রয়াস।”
গায়কের এমন বিষণ্ণ পোস্ট দেখে তাকে আশ্বস্ত করতে এগিয়ে এসেছেন অনুরাগীরা। একজন লিখেছেন, “যিনি ‘বেঁচে থাকার গান’ লেখেন, তার এই হতাশা মানায় না।”
২০২১ সালে গায়ক অনুপমের সঙ্গে সংসারের ইতি টানেন পিয়া। সে সময়ে সোশাল মিডিয়ায় তারা যৌথভাবেই বিচ্ছেদের ঘোষণা দিয়েছিলেন।
তখনই খবর উড়েছিল, পরমব্রতের সঙ্গে সম্পর্কের জের ধরেই নাকি অনুপমের সংসার থেকে বেরিয়ে আসেন পিয়া।
পরমব্রত যদিও বারবার বলেছেন, তিনি ও পিয়া ‘স্রেফ বন্ধু’। এরপর গত দুই বছরে তাদের প্রেমের সম্পর্ক নানাভাবে স্পষ্ট হয়েছে।
এরমধ্যে শুটিংয়ের কাজে পরমব্রত লন্ডন গিয়েছিলেন, সেখানে দেখা যায় পিয়াকে। এছাড়া রেস্তোরাঁ, শপিংমল এবং কয়েকটি অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যায় ঘনঘন।
কলকাতার বাংলা সিনেমার ব্যস্ত অভিনেতা পরমব্রত কেবল অভিনয়ের গণ্ডিতেই নিজেকে আটকে রাখেননি; পরিচালক-প্রযোজক হিসেবেও নিজেকে পরিচিত করে তুলেছেন। আর পিয়া একজন মানসিক স্বাস্থ্যকর্মী।
আরও পড়ুন