সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করবেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ ও কলকাতার অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী।
Published : 17 Jun 2023, 06:07 PM
ছিয়াত্তর সালে কলকাতায় সুরূপা গুহর মৃত্যুরহস্য নিয়ে সিনেমা বানাতে চলেছেন পশ্চিমবঙ্গের নির্মাতা অরিন্দম শীল। আর এর মধ্যে দিয়ে ফের কলকাতার সিনেমায় ফিরছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ; তার সঙ্গে থাকবেন কলকাতার অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী।
সুরূপার মৃত্যু রহস্যের সত্য ঘটনাকে কাল্পনিক ঘটনার মিশেলে অরিন্দম সিনেমাটি নির্মাণ করবেন বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে। আর যে কারণেই সিনেমাটির নাম তিনি ‘১৯শে এপ্রিল’ নির্বাচন করেছেন। এপ্রিলের ১৮ তারিখে মারা গিয়েছিলেন সুরূপা।
সত্তরের দশকে রহস্যজনকভাবে মৃত্যু ঘটে সুরূপার। অনেকেই তার মৃত্যুর জন্য স্বামী ইন্দ্রনাথ গুহকে দোষী ঠাওড়ালেও শেষ পর্যন্ত ছাড়া পেয়ে যান তিনি। অনেকে মনে করেন, তৎকালীন সরকারে থাকা রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক এবং কলকাতার নামজাদা স্কুলের মালিক হওয়ার সুবাদে বিশেষ সুবিধা পেয়েছিলেন ইন্দ্রনাথ।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে অরিন্দম জানিয়েছেন, সুরূপা গুহর মৃত্যুর রহস্যের ছায়া দেখতে পাওয়া যাবে তার সিনেমায়। যদিও এর সঙ্গে কিছুটা কল্পনার মিশেল হবে। সিনেমায় সুরূপার চরিত্র অভিনয় করবেন অঙ্কিতা চক্রবর্তী। স্বামী ইন্দ্রনাথের চরিত্রে দেখা যাবে আরিফিন শুভকে।
এছাড়াও পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করবেন সৌরসেনী মৈত্র। সাংবাদিকের চরিত্রে দেখা যাবে ইন্দ্রাশিস রায়কে।
সিনেমাটি নিয়ে কোনো বিতর্ক হওয়ার আশংকা আছে কিনা তা বোঝাতে অরিন্দম বলেন, “গোটা ঘটনাটির মীমাংসা আজও হয়নি। ফলে তিনি সেটি নিয়ে ভাবছেন না। ”
চলতি মাসের শুরুতেই সিনেমার শুটিং হবার কথা রয়েছে। ক্যামেলিয়া প্রোডাকশনের প্রযোজনায় নির্মিত হবে সিনেমাটি।