মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মায়ের মৃত্যু হয়েছে বলে জানান এ অভিনেতা।
Published : 25 Jan 2024, 01:28 PM
অভিনেতা আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা গেছেন।
মস্তিষ্কে রক্তক্ষরণে বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয় বলে এ অভিনেতা ফেইসবুকে জানিয়েছেন।
এক পোস্টে তিনি লিখেন, “২১ জানুয়ারি দুপুরে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে মা জীবনের শেষ যুদ্ধটা করেছে। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে।”
জানাজা শেষে তার মাকে দাফন করা হয়েছে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে।
মায়ের জন্য দোয়া চেয়ে আরিফিন শুভ বলেন, “এর আগেও আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন, এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন, ইনশাআল্লাহ।”
অভিনেতার মায়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন চলচ্চিত্র অঙ্গনের তারকারা। অভিনেতা চঞ্চল চৌধুরী ফেইসবুকে লিখেন, “ঘুম থেকে উঠেই দুঃসংবাদটা পেলাম। আমাদের খুব কাছের মানুষ, ছোট ভাই, অভিনেতা আরিফিন শুভর আম্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। খালাম্মার আত্মার চির শান্তি কামনা করছি।”
চঞ্চল আরও লেখেন, “বাবা-মা হারানোর কষ্ট যে কোনো সন্তানের জন্যই পৃথিবীর গভীরতম বেদনার অভিজ্ঞতা। বলতে গেলে শুভর শেষ আশ্রয় ছিল ওর মা। খুব কাছ থেকে জানা শুভ এবং খালাম্মার কুশল জানাটা বেশ কিছু দিনের অভ্যাস হয়ে গিয়েছিল আমার।”