এবার ৩৩টি নাটক থেকে মূল্যায়ন করে মোট ৯টি বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে।
Published : 03 Feb 2024, 08:05 PM
দ্বিতীয়বারের মতো দেয়া হচ্ছে ‘ইশরাত নিশাত নাট্য পুরস্কার’।
শনিবার শিল্পকলা একাডেমির সেমিনার কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এবছরের মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়।
২০২০ সালের ২০ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সাংস্কৃতিক আন্দোলনে সরব থাকা ইশরাত নিশাত। তার স্মরণে ২০২২ সালে এই পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।
প্রতিটি পুরস্কারের আর্থিক মূল্য ২৫ হাজার টাকা এবং সাথে একটি ক্রেস্ট ও সনদ দেয়া হয়। শ্রেষ্ঠ প্রযোজনার পুরস্কারের আর্থিক মূল্য এক লাখ টাকা।
ইশরাত নিশাত নাট্যপুরস্কার বাস্তবায়র কমিটি জানায়, এটি বাংলাদেশে প্রবর্তিত প্রথম প্রতিযোগিতামূলক নাট্যপুরস্কার। পুরস্কার বাস্তবায়ন কমিটির চেয়ারপার্সন হিসেবে আছেন নাসির উদ্দীন ইউসুফ ও কো-চেয়ার হিসেবে আছেন সারা যাকের।
এই পুরস্কারের জন্য একটি নীতিমালা রয়েছে। প্রথম বছরের অভিজ্ঞতার আলোকে দ্বিতীয় বছর এর কিছু পরিমার্জন ও পরিবর্ধন করা হয়েছে।
সে অনুযায়ী, নয় সদস্য বিশিষ্ট একটি জুরি বোর্ড নির্বাচন করে পুরস্কার বাস্তবায়ন কমিটি। জুরি সদস্যরা ঢাকার পাঁচটি থিয়েটার মিলনায়তনে মঞ্চায়িত বছরের নতুন নাটকগুলো দেখেন। সুনির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে যার মূল্যায়ন করা হয়।
এ বছর জুরি বোর্ডের দেখা নাটকের সংখ্যা ছিল ৩৩টি। এবার ৩৩টি নাটক থেকে মূল্যায়ন করে মোট ৯টি বিভাগে পুরস্কার দেওয়া হচ্ছে।
আগামী ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৫৩০ মিনিটে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায়।
মনোনয়নপ্রাপ্ত যারা
১. শ্রেষ্ঠ প্রযোজনা- নাট্যদল প্রাচ্যনাটের ‘অচলায়তন’, তাড়ুয়ার ‘আদম সুরত’, আরশিনগরের ‘সিদ্ধার্থ’।
২. শ্রেষ্ঠ নির্দেশক- আবুল কালাম আজাদ, বাকার বকুল, রেজা আরিফ।
৩. শ্রেষ্ঠ নাট্যকার- বাকার বকুল, মুক্তনীল, শাহাদুজ্জামান।
৪. শ্রেষ্ঠ অভিনেতা- খায়রুল আলম হিমু, প্রদ্যুৎ কুমার ঘোষ, রামিজ রাজু।
৫. শ্রেষ্ঠ অভিনেত্রী- ফৌজিয়া করিম অনু, সঞ্জিতা শারমীন, সানজিদা প্রীতি।
৬. শ্রেষ্ঠ মঞ্চ পরিকল্পক- আহম্মেদ অপু, চারু পিন্টু, মো. সাইফুল ইসলাম।
৭. শ্রেষ্ঠ আলোক পরিকল্পক- অনিক কুমার, মো. সাইফুল ইসলাম, হেনরি সেন।
৮. শ্রেষ্ঠ সঙ্গীত পরিকল্পক- জনি সেন রুবেল, নীল কামরুল, সমুদ্র প্রবাল।
৯. শ্রেষ্ঠ পোশাক পরিকল্পক- আফসান আনোয়ার, এনাম তারা সাকি, জিনাত জাহান নিশা ও নুসরাত জাহান জিসা।