রণবীরের ছেড়ে দেওয়া সিনেমায় ‘আকবর’ হয়েছিলেন হৃত্বিক

ঋষি কাপুর মনে করতেন, তার ছেলে ক্যারিয়ারে একটু গুরুত্বপূর্ণ কাজ হারিয়েছে।

গ্লিটজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 May 2023, 07:55 AM
Updated : 23 May 2023, 07:55 AM

সিনেমা নির্বাচনে তারকারাও অনেক সময় ‘ভুল’ করে ফেলেন, যেমন করেছিলেন বলে মনে করেন বলিউডের কাপুর পরিবারের ছেলে রণবীর কাপুর।

১৫ বছর আগে ‘যোধা আকবর’ সিনেমার প্রস্তাব ফিরিয়ে দেওয়ায় সম্রাট আকবর হওয়ার সুযোগ হাতছাড়া করেন রণবীর। যা নিয়ে এখনও আফসোস আছে বলিউডের এই নায়কের।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, রণবীরের এই আক্ষেপের কথা জানিয়েছেন নির্মাতা অনুরাগ কাশ্যপ। 

মোঘল ইতিহাস নিয়ে পরিচালক আশুতোষ গোয়ারিকর ২০০৮ সালে পর্দায় আনেন ‘যোধা আকবর’। সে সময়ে বক্স অফিসে ‘ব্লকবাস্টার’ হওয়া ওই সিনেমায় সম্রাট আকবরের ভূমিকায় হৃত্বিক রোশন অভিনয় করেছিলেন। আর যোধাবাঈ হয়েছিলেন সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই।

সিনেমায় হৃত্বিক-ঐশ্বরিয়ার অভিনয় এবং গল্পকে ঘিরে তৈরি হওয়া বিতর্কের জের ধরেও ছবিটি নাম করেছিল সে সময়ে। অনেকের মতে হৃত্বিকের ক্যারিয়ারও ঘুরে যায় সম্রাট আকবরের হাত ধরে।

কিন্তু সিনেমার পরিচালক আকবরের চরিত্রে প্রথমে রণবীর কাপুরের কথা ভেবেছিলেন। সেই মত অভিনেতার কাছে প্রস্তাবও যায়। কিন্তু রাজি ছিলেন না রণবীর। যে কথা তিনি নিজেই বলেছিলেন বলে জানান কাশ্যপ।

কাশ্যপ ২০১৫ সালে রণবীরকে নিয়ে যখন ‘বম্বে ভেলভেট’ সিনেমার প্রচারে নেমেছিলেন, সে সময় অভিনেতাদের নিয়ে এই শো করেছিলেন ওই নির্মাতা।

সিনেমা প্রচারের অংশ হিসেবে করা ওই শোয়ে রণবীরের কাছে জানতে চাওয়া হয়েছিল, এমন কোনো সিনেমা আছে কী না, যেখানে অভিনয় না করে তিনি ‘আফসোস’ করেন।

কাশ্যপ বলেন, “রণবীর সঙ্গে সঙ্গে ‘যোধা আকবর’র কথা বলেন। শুনে প্রথমে সবাই চমকে গিয়েছিলেন।“

সে সময় করণ জোহর কারণও জানতে চান।

উত্তরে রণবীর বলেছিলেন, তিনি ‘যোধা আকবর’ সিনেমাটি করতে চাননি শুনে তার বাবা প্রয়াত অভিনেতা ঋষি কাপুর নাকি খুবই হতাশ হয়েছিলেন। ঋষির মনে হয়েছিল, তার ছেলে ক্যারিয়ারে একটু গুরুত্বপূর্ণ কাজ হারিয়েছে।

এ কথায় করণ মজা করে বলেছিলেন, “‘যোধা আকবর’ যে ব্লকবাস্টার হবে, তা কেবল রণবীরই বুঝতে পারেননি।“